Supreme Court on SIR in Bihar: 'এসআইআর ভোটার বিরোধী', জোর সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির! যুক্তি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

Last Updated:

দুই বিচারপতি পাল্টা বলেন, এসআইআর-এ নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের থেকে ১১টি নথির মধ্যে যে কোনও একটি নথি চেয়েছে কমিশন৷

এসআইআর নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
এসআইআর নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর-কে ভোটার বিরোধী মানতে রাজি হল না সুপ্রিম কোর্ট৷ এ বিষয়ে মামলাকারীদের দেওয়া যুক্তির সঙ্গে সহমত হলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি৷ মামলাকারীরা শীর্ষ আদালতে করা আবেদনে দাবি করেছিল, এসআইআর-এর প্রক্রিয়া একেবারেই ভোটার বান্ধব নয় এবং তা ভোটারদের নাম বাদ দেওয়ারই এক ধরনের প্রচেষ্টা৷ যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এসআইআর-কে ভোটার বিরোধী বলে মানতে রাজি হননি৷
মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙঘভি-র যুক্তি খণ্ডন করে দুই বিচারপতি পাল্টা বলেন, এসআইআর-এ নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের থেকে ১১টি নথির মধ্যে যে কোনও একটি নথি চেয়েছে কমিশন৷ বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘আধার নিয়ে আপনাদের যা বক্তব্য, আমরা বুঝতে পারছি৷ কিন্তু যতগুলি নথি চাওয়া হয়েছে, তা কোনওভাবেই ভোটার বিরোধী নয়, বরং তা ভোটার বান্ধবই৷ নাগরিকত্ব প্রমাণের জন্য কতগুলি নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে দেখুন৷’
advertisement
আরও পড়ুন: আধার কি নাগরিকত্বের প্রমাণ? এসআইআর মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
advertisement
বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘যদিও ১১ ধরনের নথিই চাওয়া হত, তাহলে না হয় এই প্রক্রিয়াকে ভোটার বিরোধী বলা যেত৷ কিন্তু এখানে ১১টি নথির মধ্যে যে কোনও একটি চাওয়া হচ্ছে৷’
যদিও বিচারপতিদের এই মতের পাল্টা যুক্তি দেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ তিনি দাবি করেন, ‘সব ধরনের নথি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ যাঁদের নামে নিজস্ব জমি নেই, তাঁরা ৫, ৬ এবং ৭ নম্বর নথি জমা দিতে পারবেন না৷ রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই৷ পাসপোর্ট সবার থাকে না৷’
advertisement
যদিও বিচারপতি সূর্য কান্ত পাল্টা বলেন, ‘বিহারকে এ ভাবে তুলে ধরার চেষ্টা করবেন না৷ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে বিহারের প্রতিনিধিত্ব সবথেকে বেশি৷ দেশের সর্বাধিক আইএএস, আইপিএস, আইএফএস অফিসাররা বিহারেরই বাসিন্দা৷ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণা না থাকলে এটা সম্ভব হয় না৷’
এর পাল্টা সিঙ্ঘভি বলেন, ‘বিহারে এই ধরনের প্রতিভাবান মানুষ নিশ্চয়ই আছেন৷ কিন্তু তাঁরা সংখ্যায় খুবই সীমিত৷ বিহারে প্রচুর বন্যাপ্রবণ, গ্রামীণ এলাকা রয়েছে৷ তাঁদের জন্য এগারোটি নথির তালিকা দেওয়ার মানে কী? এঁদের অধিকাংশই এই সমস্ত নথি জমা দিতে পারবেন না৷ আমরা ভোটার তালিকার প্রকৃত এবং যথাযথ তথ্য যাচাইয়ের কথা বলছি৷’
advertisement
সিঙ্ঘভি উদাহরণ দিয়ে বলেন, বিহারের মাত্র ১-২ শতাংশ মানুষের পাসপোর্ট রয়েছে৷ সবমিলিয়ে রাজ্যে ৩৬ লক্ষ মানুষের পাসপোর্ট রয়েছে বলে দাবি করেন সিঙ্ঘভি৷ যদিও এ কথা শুনে দুই বিচারপতি বলেন, রাজ্যে ৩৬ লক্ষ মানুষের পাসপোর্ট থাকা মানে সেই সংখ্যা যথেষ্টই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on SIR in Bihar: 'এসআইআর ভোটার বিরোধী', জোর সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির! যুক্তি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement