Supreme Court on SIR in Bihar: 'এসআইআর ভোটার বিরোধী', জোর সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির! যুক্তি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দুই বিচারপতি পাল্টা বলেন, এসআইআর-এ নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের থেকে ১১টি নথির মধ্যে যে কোনও একটি নথি চেয়েছে কমিশন৷
নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর-কে ভোটার বিরোধী মানতে রাজি হল না সুপ্রিম কোর্ট৷ এ বিষয়ে মামলাকারীদের দেওয়া যুক্তির সঙ্গে সহমত হলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি৷ মামলাকারীরা শীর্ষ আদালতে করা আবেদনে দাবি করেছিল, এসআইআর-এর প্রক্রিয়া একেবারেই ভোটার বান্ধব নয় এবং তা ভোটারদের নাম বাদ দেওয়ারই এক ধরনের প্রচেষ্টা৷ যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এসআইআর-কে ভোটার বিরোধী বলে মানতে রাজি হননি৷
মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙঘভি-র যুক্তি খণ্ডন করে দুই বিচারপতি পাল্টা বলেন, এসআইআর-এ নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের থেকে ১১টি নথির মধ্যে যে কোনও একটি নথি চেয়েছে কমিশন৷ বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘আধার নিয়ে আপনাদের যা বক্তব্য, আমরা বুঝতে পারছি৷ কিন্তু যতগুলি নথি চাওয়া হয়েছে, তা কোনওভাবেই ভোটার বিরোধী নয়, বরং তা ভোটার বান্ধবই৷ নাগরিকত্ব প্রমাণের জন্য কতগুলি নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে দেখুন৷’
advertisement
আরও পড়ুন: আধার কি নাগরিকত্বের প্রমাণ? এসআইআর মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
advertisement
বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘যদিও ১১ ধরনের নথিই চাওয়া হত, তাহলে না হয় এই প্রক্রিয়াকে ভোটার বিরোধী বলা যেত৷ কিন্তু এখানে ১১টি নথির মধ্যে যে কোনও একটি চাওয়া হচ্ছে৷’
যদিও বিচারপতিদের এই মতের পাল্টা যুক্তি দেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ তিনি দাবি করেন, ‘সব ধরনের নথি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ যাঁদের নামে নিজস্ব জমি নেই, তাঁরা ৫, ৬ এবং ৭ নম্বর নথি জমা দিতে পারবেন না৷ রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই৷ পাসপোর্ট সবার থাকে না৷’
advertisement
যদিও বিচারপতি সূর্য কান্ত পাল্টা বলেন, ‘বিহারকে এ ভাবে তুলে ধরার চেষ্টা করবেন না৷ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে বিহারের প্রতিনিধিত্ব সবথেকে বেশি৷ দেশের সর্বাধিক আইএএস, আইপিএস, আইএফএস অফিসাররা বিহারেরই বাসিন্দা৷ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণা না থাকলে এটা সম্ভব হয় না৷’
এর পাল্টা সিঙ্ঘভি বলেন, ‘বিহারে এই ধরনের প্রতিভাবান মানুষ নিশ্চয়ই আছেন৷ কিন্তু তাঁরা সংখ্যায় খুবই সীমিত৷ বিহারে প্রচুর বন্যাপ্রবণ, গ্রামীণ এলাকা রয়েছে৷ তাঁদের জন্য এগারোটি নথির তালিকা দেওয়ার মানে কী? এঁদের অধিকাংশই এই সমস্ত নথি জমা দিতে পারবেন না৷ আমরা ভোটার তালিকার প্রকৃত এবং যথাযথ তথ্য যাচাইয়ের কথা বলছি৷’
advertisement
সিঙ্ঘভি উদাহরণ দিয়ে বলেন, বিহারের মাত্র ১-২ শতাংশ মানুষের পাসপোর্ট রয়েছে৷ সবমিলিয়ে রাজ্যে ৩৬ লক্ষ মানুষের পাসপোর্ট রয়েছে বলে দাবি করেন সিঙ্ঘভি৷ যদিও এ কথা শুনে দুই বিচারপতি বলেন, রাজ্যে ৩৬ লক্ষ মানুষের পাসপোর্ট থাকা মানে সেই সংখ্যা যথেষ্টই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 2:39 PM IST