শেষমেষ জামিন হল না উমর খালিদ ও শারজিল ইমামের! দিল্লি হিংসা মামলায় বাকি পাঁচের আবেদন মঞ্জুর শীর্ষ আদালতে
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
হিংসা মামলায় দু’জনের আর্জিই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
নয়াদিল্লি: জামিন হল না উমর খালিদ এবং শারজিল ইমামের। দিল্লি হিংসা মামলায় দু’জনের আর্জিই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় প্রাক্তন জেএনইউ গবেষক উমর খালিদ ও সমাজকর্মী শরজিল ইমামকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্তদের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে আদালত একই মামলার পাঁচজন অন্যান্য সহ-অভিযুক্তের জামিন দিল সর্বোচ্চ আদালত। মূলত বৃহত্তর চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের কারণেই জামিন খারিজ দু’জনের। দু’জনেই UAPA ধারায় অভিযুক্ত। রায় ঘোষণার সময় এ বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এক বছর পর ফের জামিনের আবেদন করতে পারবেন উমর এবং সার্জিল।
advertisement
advertisement
আদালত জানিয়েছে, উমর এবং শারজিল চাইলে অন্তত এক বছর পর ফের জামিনের জন্য আবেদন করতে পারবেন। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এখনও সম্পন্ন হয়নি। তা যদি এক বছরের আগেই শেষ হয়, তবে আগেই ফের জামিনের জন্য আবেদন জানাতে পারবেন উমর এবং শারজিল। আদালত জানিয়েছে, আগামী দিনে এই দুই অভিযুক্ত নতুন করে জামিনের আবেদন করলে তা নতুন হিসাবেই গ্রাহ্য হবে। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ ২০২০ সাল থেকে জেলে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 11:53 AM IST










