ফেরাল সুপ্রিম কোর্ট, শুভেন্দুর বিরুদ্ধে বীরবাহাকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ
- Published by:Suvam Mukherjee
- Written by:Rajib Chakraborty
Last Updated:
কলকাতা হাইকোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
#নয়াদিল্লি: রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তফশিলি জাতি, উপজাতি আইন মামলার আবেদন করেছিলেন তৃণমূল নেত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে কলকাতা হাইকোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, যেহেতু এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, ফলে সেখানেই পাল্টা মামলা করতে হবে আবেদনকারীকে। শুভেন্দু অধিকারীর আইনজীবী পি এস পাটওয়ালিয়া বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন এফআইআর করা হচ্ছে।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, "আমরা আবেদনকারীকে কলকাতা হাইকোর্টে বকেয়া মামলায় হস্তক্ষেপ করার অনুমতি দিচ্ছি।" আইনজীবী বলেন, প্রথমে মামলাটি ছিল একজন বিচারপতির এজলাসে। পরে মামলাটি যায় বিচারপতি সরকারের বেঞ্চে এবং চারদিন সেটা শোনার পর মামলা চলে যায় অপর বিচারপতির কাছে। এভাবে বিষয়টি নিয়ে খেলা চলতে পারে না বলে জানান তিনি।
advertisement
advertisement
পাল্টা বীরবাহ হাঁসদার আইনজীবী কপিল সিব্বল বলেন এটা কোনও খেলা নয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলাগুলোতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই পাল্টা মামলা দায়ের করার আবেদন করেছিলেন বীরবাহা হাঁসদা।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি। এই মামলায় শীর্ষ আদালতের হস্তক্ষেপ সঠিক হবে না। গত ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যের করা ২৬ এফআইআরের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
advertisement
বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য, 'যেহেতু তিনি বিরোধী দলের নেতা। মানুষের ভোটে নির্বাচিত, তাঁর সন্দেহ আদালত সম্পূর্ণ উড়িয়ে দিতে পারে না।' অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, অন্তত সাতবার নোটিশ দেওয়া হয়েছে শুভেন্দুকে। সময়, তারিখ যেদিন তিনি আসবেন সেটাই জানতে চাওয়া হয়। সিআরপিসি ৪১ এ নোটিশে সমস্যা কোথায়? রক্ষাকবচ তাকে আগেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন নতুন করে আবার সুবিধা পাবেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 9:24 AM IST