Super Blue Moon 2023: রাখি পূর্ণিমার রাতে বিরল মহাজাগতিক দৃশ্য! ১৪ বছরেও আর মিলবে না 'সুপার ব্লু মুন' দেখার সুযোগ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Super Blue Moon 2023: ৩০ ও ৩১ অগাস্ট সকলেই চাক্ষুষ করতে পারবেন সুপার ব্লু মুন৷ রাখি পূর্ণিমার দিন আকাশে দেখা যাচ্ছে এই সুপার ব্লু মুন৷
রাখি পূর্ণিমার দিন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছেন সকলেই৷ বলা যেতে পারে এ যেন লাইফ টাইম সুযোগ৷ ৩০ ও ৩১ অগাস্ট সকলেই চাক্ষুষ করতে পারবেন সুপার ব্লু মুন৷ সরাসরি রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ৷ রাখি পূর্ণিমার দিন আকাশে দেখা যাচ্ছে এই সুপার ব্লু মুন৷
কী এই ব্লু মুন?
ব্লু মুন মানে নীল চাঁদ এটা সকলেই জানেন৷ কিন্তু চাঁদকে নীল দেখাবে এটা ভেবে ভুল করবনে না৷ আসল বিষয়টি হল, একমাসের মধ্যে যদি দ্বিতীয়বার পূর্ণিমা হয় তখন তাকে ব্লু মুন বলা হয়৷ তেমনই একই মাসে দুবার সুপারমুন দেখতে পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল৷
advertisement
VIDEO | Visuals of Super Blue Moon from Patna, Bihar.#supermoon #SuperBlueMoon #SUPERBLUEMOON2023 pic.twitter.com/5u3l7mYiFD
— Press Trust of India (@PTI_News) August 30, 2023
advertisement
রাখি পূর্ণিমার দিন এই বড় চাঁদ দেখতে সকলেরই চোখ আকাশে৷ বিহারের পাটনা থেকে এই সুপার ব্লু মুনের দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ এই বিশেষ দিনটিতে চাঁদ ও পৃথিবীর দূরত্ব থাকবে ৩৫৭,৩৪৪ কিলোমিটার৷ যার ফলে পৃথিবী ও চাঁদ অনেকটাই কাছাকাছি থাকবে৷
advertisement
এদিন সাধারণ পূর্ণিমার থেকে চাঁদকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে৷ এবার রাখির দিন পড়ায় তা আরও বেশি গুরুত্ব রেখেছে সকলের মধ্যে৷ উল্লেখ্য, ২০১৮ সালে এমন সুপারমুন দেখা গিয়েছিল৷ তবে ৩০ ও ৩১ তারিখ না দেখতে পারলে আগামী ১৪ বছরেও আর পাবেন না৷ কারণ ২০৩৭ সালে আবার এই সুপার ব্লু মুন দেখা যাবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 10:24 PM IST