Summer Special Trains: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কয়েকটি স্পেশ‍্যাল ট্রেন

Last Updated:

যাত্রীদের আকস্মিক ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি স্পেশ‍্যাল ট্রেন চালানো হবে। এই স্পেশ‍্যাল ট্রেনগুলির চলাচলের ফলে যাত্রীদের গ্রীষ্মের ছুটি, পরীক্ষা, চিকিৎসা ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে তাদের গন্তব্যের দিকে যাত্রা করতে সহায়তা করবে।

আগরতলাঃ যাত্রীদের আকস্মিক ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি স্পেশ‍্যাল ট্রেন চালানো হবে। এই স্পেশ‍্যাল ট্রেনগুলির চলাচলের ফলে যাত্রীদের গ্রীষ্মের ছুটি, পরীক্ষা, চিকিৎসা ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে তাদের গন্তব্যের দিকে যাত্রা করতে সহায়তা করবে। এছাড়াও, এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ নিতে পারবেন।সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬২১ (আগরতলা – গুয়াহাটি) একমুখী স্পেশাল ২ মে, ২০২৪ তারিখে আগরতলা থেকে ০৭:৩০ ঘন্টায় রওনা দিয়ে একই দিনে ২২:৫০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছবে।
আরও পড়ুনঃ ‘১০ লাখের মধ্যে ৭ থেকে ৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে’, কোভিশিল্ড নিয়ে বললেন ডঃ রমন গঙ্গাখেদকর
অন্য একটি একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৬২৩ (গুয়াহাটি – শিয়ালদহ) ২ মে, ২০২৪ তারিখে গুয়াহাটি থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৮:০০ ঘন্টায় শিয়ালদহ পৌঁছবে। একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৬৬১ (গুয়াহাটি – আগরতলা) ৬ মে, ২০২৪ তারিখে গুয়াহাটি থেকে ১৮:৩০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১১:৩০ ঘন্টায় আগরতলা পৌঁছবে।ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড় – কলকাতা) স্পেশাল ৪ মে থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার ডিব্রুগড় থেকে ১৭:২০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:০০ ঘন্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা – ডিব্রুগড়) স্পেশাল ৫ মে থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার কলকাতা থেকে ২৩:৫০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৩:৩০ ঘন্টায় ডিব্রুগড় পৌঁছবে।
advertisement
advertisement
ট্রেনটি ধেমাজি, নর্থ লখিমপুর, বিশ্বনাথ চারিআলি, রাঙ্গাপাড়া নর্থ, রঙিয়া, কোকরাঝার, নিউ জলপাইগুড়ি, বারসোই, আজিমগঞ্জ, বান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-২ টিয়ার, এসি-৩ টিয়ার, শ্লিপার ও জেনারেল সিটিং কোচ থাকবে। ব্রহ্মপুত্রের উত্তর পার এবং অরুণাচল প্রদেশের আশ-পাশের এলাকার জনসাধারণও উপকৃত হবেন। এই স্পেশ‍্যাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Trains: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কয়েকটি স্পেশ‍্যাল ট্রেন
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement