ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

Last Updated:

ফের জঙ্গি নিাশানায় কাবুল ৷ এক সপ্তাহ কাটতে না কাটতে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠে কাবুল ৷ সোমাবার সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের কাছে একটি পুলিশচৌকিতে বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনার দায়ি কোনও জঙ্গি সংগটন স্বীকার করেনি ৷

#কাবুল: ফের জঙ্গি নিাশানায় কাবুল ৷ এক সপ্তাহ কাটতে না কাটতেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ সোমাবার সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের কাছে একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন  ৷
পুলিশ জানিয়েছে, এদিন সকালে কাবুল বিমানবন্দরের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জন্য একটি গাড়ি ব্যবহার করা হয় ৷ এই বিস্ফোরণে কোনও প্রাণহানি হয়নি বলে দাবি পুলিশের। এর ঠিক এক সপ্তাহ আগে, গত শুক্রবারই কাবুলে একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছিল। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২ জন ৷ আহত হয়েছিলেন একাধিক মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement