Sreemoyee: ফুলশয্যায় আদরে, চুমুতে অস্থির শ্রীময়ী-রোহিত সেন! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Sreemoyee: শ্রীময়ীকে শুইয়ে তাঁকে আদরে-চুমুতে ভরিয়ে দিচ্ছেন রোহিত সেন । নেটদুনিয়ায় ভাইরাল দৃশ্য ।

#কলকাতা: অবশেষে শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিকে বহু প্রতীক্ষার পর এসেছে সেই ফুলশয্যার দৃশ্য । শ্রীময়ী আর রোহিত সেনের ঘনিষ্ঠ মুহূর্তের সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে, সমাজের সঙ্গে অনেক লড়াই করে অবশেষে এক হয়েছে শ্রীময়ী আর রোহিত সেন । বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছেন তাঁরা । দর্শকদের অনেক কটূক্তি, সমালোচনার পাশাপাশি ছিল ভালবাসাও । মাঝবয়সী এক পুরুষ ও নারীর নিজেদের পছন্দকে গুরুত্ব দিয়ে ফের সংসার পাতার সিদ্ধান্ত নেওয়া, প্রচলিত বিশ্বাস গুলোকে পাত্তা না দেওয়া, নিজেদের মতো করে জীবনকে বাঁচা.... এমন আধুনিক ও সাহসী গল্পের জন্য সম্মানও কুড়িয়েছে ‘শ্রীময়ী’ ।
advertisement
তাই অনেকেই বহুদিন ধরে অপেক্ষা করে বসেছিলেন শ্রীময়ী আর রোহিত সেনের বিবাহ-উত্তর পর্ব কেমন হয়, তা দেখার জন্য । আগের কিছু এপিসোডে ফুলশয্যার রাতে খাটের দু’পাশে দু’জনকে গান গাইতে শোনা গিয়েছিল । এতেও ক্ষেপেছিলেন কিছু দর্শক । এ বার অবশ্য তাঁরা মিলিত হয়েছেন, আর সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
রোহিত-শ্রীময়ীর বিয়ের পরেও শ্রীময়ীর প্রাক্তন স্বামী অনিন্দ্যর আত্মহত্যার ঘটনা নিয়ে অনেক ঝামেলা, অশান্তি চলেছে । কিন্তু অবশেষে তাঁরা দু’জন এক হয়েছেন । ফুলশয্যার দৃশ্যে দারুণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা ঘর । চারপাশে জ্বলছে মোমবাতি । কলেজ জীবনের পুরনো প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে । রোহিত আদরে, ভালবাসায় ভরে দিয়েছেন শ্রীময়ীকে । ছোট পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন টোটা রায় চৌধুরি ও ইন্দ্রানী হালদার । আর সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
যদিও এ নিয়েও চর্চা কম হচ্ছে না । রোহিত-শ্রীময়ীর গান গাওয়ার দৃশ্য দেখেও একদল নেটিজেন চটেছিলেন । এ বার তাঁদের মিলনের দৃশ্য দেখেও ট্রোলারদের বক্তব্য, এই ধারাবাহিক পরিবারের সঙ্গে বসে দেখা যায় না । এর আগে ‘দেশের মাটি’ ধারাবাহিকেও রাজা-মাম্পির ফুলশয্যার দৃশ্যে অনেক দর্শক আপত্তি তুলেছিলেন । যাতে বেশ চটেছিলেন ‘রাজা’ রাহুল। ট্রোলারদের উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন ছিল, ‘ফুলশয্যায় চুমু খাবো না তো কি কীর্তন করব?’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sreemoyee: ফুলশয্যায় আদরে, চুমুতে অস্থির শ্রীময়ী-রোহিত সেন! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement