Sudip Roy Barman: বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে যোগ দিতে পারেন সুদীপ রায় বর্মন

Last Updated:

Sudip Roy Barman may join Congress: সুদীপের দলত্যাগ প্রভাব ফেলবে না জানাল ত্রিপুরা রাজ্য বিজেপি। 

সুদীপ রায় বর্মন
সুদীপ রায় বর্মন
কলকাতা: পুরভোটের আগেই ত্রিপুরায় বিজেপি-কে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছিলেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷ বিপ্লব দেব সরকার এবং দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷ ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি-র সঙ্গ ত্যাগের। অবশেষে সেটা সম্পন্ন হয়েছে। এবার বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসের ‘হাত’ ধরছেন বলে রাজনৈতিক সূত্রের খবর (Sudip Roy Barman may join Congress)।
গত কয়েক মাস ধরে তৃণমূল যে যে অভিযোগ করেছে, এ দিন সুদীপ রায় বর্মনের (Sudip Roy Barman) গলাতেও কার্যত তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে ৷ বিপ্লব দেবের নাম না করেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ রায় বর্মন। বিজেপি-র বিদ্রোহী বিধায়কের দাবি, ভোটের আগে হামলা, হুজ্জতি করে আসলে দলেরই বদনাম করা হয়েছে। তবে সুদীপ রায় বর্মন বোঝাতে চেয়েছেন, তৃণমূল নয়, আসলে ত্রিপুরায় বিজেপি-র প্রকৃত প্রতিপক্ষ বামফ্রন্টই।
advertisement
advertisement
সুদীপ রায় বর্মনের মতে, ‘‘আমরা নিজেদের প্রকৃত রাজনৈতিক প্রতিপক্ষকেই চিনতে পারিনি।’’ সুদীপ জানিয়েছেন, ‘‘ইদানিংকালে যে ঘটনাগুলি রাজ্যবাসী চাক্ষুস করছেন, হামলা, হুজ্জতি, রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙা, প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো- এই ঘটনাগুলির আমরা তীব্র নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারায় আবদ্ধ, তাতে দেশের স্বার্থ সবার আগে, তার পর দল, ব্যক্তি। এই দুই মূল মন্ত্রের কোনওটাই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না ৷ উন্নয়ন, বিশ্বাসের উপরে ভোট হলে এসব হামলা, হুজ্জতির প্রয়োজন ছিল না।’’ যদিও এই পরিস্থিতির জন্য দলীয় নেতৃত্বকে সরাসরি দায়ী করেননি সুদীপ রায় বর্মন।
advertisement
সুদীপের দাবি, ‘‘বিজেপি নেতৃত্ব তো কাউকে হামলা করা, গুলি চালানো, রক্তপাত ঘটানোর নির্দেশ দেয়নি। আমাদের মতো অগণিত বিজেপি কর্মী, সমর্থকদের একটাই চিন্তা, এসব করে বিজেপি, প্রধানমন্ত্রীর দুর্নাম করেছে। একটা স্থানীয় স্তরের নির্বাচনে যদি উন্নয়নকে সামনে রেখে ভোট হত, খুব খুশি হতাম। বরং প্যারাসুট থেকে এসে নেমে পড়া মানসিক বিকৃতির শিকার একজন নেতার নির্দেশে এসব হয়েছে গোটা রাজ্য জুড়ে। যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা বিজেপি-র কর্মী নন।এদের একটা বড় অংশ বিজেপি ক্ষমতায় আসার পর দলে এসেছে। আসলে এরা কট্টর বামপন্থী ঘরানার।"
advertisement
আর এই অবস্থাতে তার পুরনো দল কংগ্রেসেই সুদীপ রায় বর্মন ফিরছেন বলেই রাজনৈতিক সূত্রে খবর। চলতি সপ্তাহে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা আগরতলা জুড়ে।
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sudip Roy Barman: বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে যোগ দিতে পারেন সুদীপ রায় বর্মন
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement