Sudha Murty Birthday: ৭৭৫ কোটির মালিক, বছরে আয় ৩০০ কোটি! গত ২৪ বছরে কেন একটিও শাড়ি কেনেননি সুধা মূর্তি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সুধা মূর্তি বর্তমানে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন৷ এ ছাড়াও সমাজকর্মী, লেখক, শিক্ষিকা হিসেবে পরিচিতি রয়েছে তাঁর৷
বেঙ্গালুরু: ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মতো তাঁর স্ত্রী সুধা মূর্তিও ভারত তথা গোটা বিশ্বেই পরিচিত এতটি নাম। তাঁর আরও একটি পরিচয় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি৷ আজ, ১৯ অগাস্ট সুধা মূর্তির জন্মদিন৷
সুধা মূর্তি বর্তমানে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন৷ এ ছাড়াও সমাজকর্মী, লেখক, শিক্ষিকা হিসেবে পরিচিতি রয়েছে তাঁর৷ ২০০৬ সালে সমাজসেবার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন সুধা মূর্তি৷ ২০২৩ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷
advertisement
advertisement
সুধা মূর্তিকে সবসময়ই শাড়ি পরতে দেখা যায়৷ কিন্তু গত ২৪ বছরে নতুন কোনও শাড়ি কেনেননি তিনি৷ এর পিছনে অবশ্য বিশেষ একটি কারণ রয়েছে৷ পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২৪ বছর আগে শেষ বার শাড়ি কিনেছিলেন সুধা মূর্তি৷ কারণ হিসেবে সুধা মূর্তি জানিয়েছিলেন, হিন্দু ধর্মে কাশী গিয়ে নিজের সবথেকে পছন্দের একটি জিনিস ত্যাগ করে আসতে হয়৷ সুধা মূর্তি কাশীতে গিয়ে কেনাকাটা বিশেষত শাড়ি কেনার অভ্যাস ত্যাগ করেছিলেন৷
advertisement
এর পর থেকে নিজের আত্মীয়, বন্ধুদের থেকে উপহার হিসেবে পাওয়া শাড়িই পরেন সুধা মূর্তি৷ শুধু শাড়িই নয়, একান্ত আবশ্যিক ছাড়া কোনও কিছুই কেনেন না তিনি৷ সুধাা মূর্তি জানিয়েছেন, অন্য জিনিস না কিনলেও প্রচুর সংখ্যায় বই কেনেন তিনি৷ তাঁর কাছে কুড়ি হাজারেরও বেশি বই রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 3:13 PM IST