Police News: রাতে অশ্লীল ভিডিও দেখিয়ে মহিলা সহকর্মীকে জোর করে সঙ্গমের চেষ্টা দারোগার, মথুরায় গ্রেফতার পুলিশ আধিকারিক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Police news: মথুরায় পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মথুরার মাগোরা থানায়। সেখানে পুলিশের মহিলা সাব-ইন্সপেক্টরকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দারোগার বিরুদ্ধে।
মথুরা: মথুরায় পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মথুরার মাগোরা থানায়। সেখানে পুলিশের মহিলা সাব-ইন্সপেক্টরকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দারোগার বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে গ্রেফতারও করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ জানিয়েছে, মথুরার মাগোরা থানার দারোগা বুধবার রাতে ওই মহিলা সাব-ইন্সপেক্টরের ঘরে প্রবেশ করেন, তারপরে তাঁর শ্লীলতাহানি করেন। পুলিশ সূত্রে খবর, মহিলা পুলিশকর্মী বাধা দিলে পুলিশ আধিকারিক জোর করেন। পরে কোনও রকম সেখান থেকে অভিযুক্তকে সরিয়ে পালিয়ে যান।
advertisement
advertisement
বৃহস্পতিবার নির্যাতিতা পুলিশকর্মী সিনিয়র সুপারিনটেনডেন্টের কাছে অভিযোগ দায়ের করেন। প্রথমে আধিকারিক মহিলা পুলিশকর্মীকে অশ্লীল ভিডিও দেখান, তারপর ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্তকে ডেকে পাঠালে তিনি প্রমাণ নষ্টের চেষ্টা করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 7:43 PM IST