ED Raid: ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছিল কোটি কোটি টাকা? চোখ কপালে ওঠার মতো ঘটনা...ইডি-র তল্লাশিতে ফাঁস সব কারসাজি

Last Updated:

গ্যালাক্সি শিপিং, লজিস্টিক্স পিটিই লিমিটেড, হরাইজেন শিপিং ইত্যাদি সংস্থার প্রায় ১৮০০ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ ট্র্যানস্যাকশন নিয়ে বিরাট গরমিলে খবর সামনে এসেছিল৷ সেই সংক্রান্ত বিষয়েই এই তল্লাশি চালানো হয়েছিল বলে সূত্রের খবর৷

নয়াদিল্লি: কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এমনকি, হরিয়াণার কুরুক্ষেত্র পর্যন্ত৷ সারা দেশের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এই দফা তল্লাশি মোট ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকেরা৷ কিন্তু, তল্লাশি নয়, একটি বিশেষ কারণে এই খবর সংবাদ শিরোনামে এসেছে এই তল্লাশির খবর৷
একটি জায়গায় ওয়াশিং মেশিনের ভিতর থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং কলকাতায় চালানো এই তল্লাশি অভিযানের তারিখ ও স্থান উল্লেখ করেনি৷
advertisement
advertisement
গ্যালাক্সি শিপিং, লজিস্টিক্স পিটিই লিমিটেড, হরাইজেন শিপিং ইত্যাদি সংস্থার প্রায় ১৮০০ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ ট্র্যানস্যাকশন নিয়ে বিরাট গরমিলে খবর সামনে এসেছিল৷ সেই সংক্রান্ত বিষয়েই এই তল্লাশি চালানো হয়েছিল বলে সূত্রের খবর৷
advertisement
আরও পড়ুন: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার ব্রিজ..বীভৎস ঘটনা আমেরিকায়! এখনও খোঁজ নেই ৬ নির্মাণকর্মীর, দেখুন সেই ভিডিও
সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জালিয়াতি চলত বলে অভিযোগ। প্রতারণার কাজে মোট ৭টি সংস্থার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই সব সংস্থার উপরেই কড়া নজর রয়েছে ইডির। তল্লাশির সময় প্রচুর নথিপত্রের সঙ্গে অনেক ডিজিটাল ডিভাইস ও ২.৫৪ কোটি টাকা নগদ উদ্ধার হয়। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টেরও। ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। Capricornian Shipping & Logistics এর সহযোগী হিসাবে কাজ করা সংস্থা হিসাবে উঠে এসেছে আরও বেশ কয়েকটি সংস্থার নাম। সেই সংস্থাগুলির ডাইরেক্টরাও বর্তমানে রয়েছেন ইডি-র র‌্যাডারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ED Raid: ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছিল কোটি কোটি টাকা? চোখ কপালে ওঠার মতো ঘটনা...ইডি-র তল্লাশিতে ফাঁস সব কারসাজি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement