Students Physically Assaulted: 'অডিটোরিয়ামে ডেকে এক এক করে ছাত্রীদের গায়ে হাত দিত'! গ্রেফতার প্রধান শিক্ষক-সহ ১১

Last Updated:

Students Physically Assaulted: স্কুলে ভুয়ো এনসিসি ক্যাম্পের আয়োজন করে ছাত্রীদের যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ। ১৩ জন ছাত্রীকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কৃষ্ণগিরি: স্কুলে ভুয়ো এনসিসি ক্যাম্পের আয়োজন করে ছাত্রীদের যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ। ১৩ জন ছাত্রীকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, একই স্কুলের আরও দুই শিক্ষক এবং এক সাংবাদিক-সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল গিয়ে এই এনসিসি ক্যাম্পটির আয়োজন করে। সেখানে স্কুলের ৪১ জন পড়ুয়া যায়। তাঁদের মধ্যে ১৭ জন ছাত্রী ছিল।
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর! সংক্রমণ ঠেকাতে কী করবেন? রইল ‘এক’ চামচের টিপস, জানুন
তিনদিনের এই এনসিসি ক্যাম্পটি সদ্য শুরু হয়েছিল। ছাত্রীদের জন্য স্কুলের একতলায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, নিচের তলায় থাকার ব্যবস্থা ছিল ছাত্রদের। ক্যাম্পে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রীদের অভিযোগ, প্রশিক্ষণের নামে তাদের আলাদা ভাবে অডিটোরিয়ামে ডাকা হত এবং যৌন হেনস্থা করা হত।
advertisement
advertisement
এক ছাত্রীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। স্কুলে ফিরে কর্তৃপক্ষকে জানালে, তারা এই বিষয়ে পুলিশকে খবর তো দেননি, বরং পড়ুয়াদের এই বিষয়টি গুরুত্ব না দিতেই বলেন। এক পড়ুয়া তাঁর মা-বাবাকে জানালে, তারাই পুলিশে অভিযোগ জানান। এরপরই তদন্তে নেমে ভুয়ো এনসিসি ক্যাম্পের হদিস পায়। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Students Physically Assaulted: 'অডিটোরিয়ামে ডেকে এক এক করে ছাত্রীদের গায়ে হাত দিত'! গ্রেফতার প্রধান শিক্ষক-সহ ১১
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement