সোমবারও থমথমে JNU, হস্টেল ছেড়েছেন অনেক পড়ুয়া
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সোমবার সকালেও থমথমে জেএনইউয়ের হস্টেল চত্বর। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে ভাঙা কাঁচের টুকরো।ভাঙাচোরা আসবাবপত্র।পড়ে রয়েছে হামলায় ব্যবহার করা লোহার রড।
#নয়াদিল্লি: তান্ডবের পর লণ্ডভন্ড জেএনইউ-র হস্টেল চত্বর। আতঙ্কে হস্টেল ছেড়েছেন অনেক পড়ুয়া। পাশাপাশি চলছে প্রতিবাদ মিছিলও। সোমবার সকালেও থমথমে জেএনইউয়ের হস্টেল চত্বর। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে ভাঙা কাঁচের টুকরো।ভাঙাচোরা আসবাবপত্র।পড়ে রয়েছে হামলায় ব্যবহার করা লোহার রড।
রবিবার সন্ধেয় জেএনইউয়ের তিনটি গার্লস হোস্টেলে হামলা চলে। লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় পড়ুয়াদের। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। আহত হয় ছাত্রনেতা ঐশী ঘোষ সহ একাধিক পড়ুয়া। এমনকী শিক্ষকদেরও মারধর করা হয়।
হামলার প্রতিবাদে সোমবার জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 7:37 PM IST