Tripura Students from Manipur: অগ্নিগর্ভ মণিপুর থেকে উদ্ধার, অবশেষে রাতের বিমানে বাড়ি ফিরলেন ত্রিপুরার পড়ুয়ারা

Last Updated:

Tripura Students from Manipur: শনিবার রাতে বিশেষ বিমানে আগরতলা আসেন ছাত্রছাত্রীরা৷ তাঁদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সন্তানদের ফিরে পেয়ে আশ্বস্ত বাবা-মায়েরা।

আগরতলা: অবশেষে রাতের বিশেষ বিমানে মণিপুর থেকে রাজধানী আগরতলায় ফিরলেন ত্রিপুরার ছাত্রছাত্রীরা৷ এই সব ছাত্র ছাত্রীর অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁদের সন্তানের সুরক্ষা নিয়ে৷ গত কয়েক দিন ধরে জ্বলছে মণিপুর৷ সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে রাজ্যের বিস্তীর্ণ অংশে৷ অবশেষে সেই রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরলেন পড়ুয়ারা। বাড়ি ফিরিয়ে আনল ত্রিপুরা সরকার৷
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহার কথায়, ‘‘মণিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের সহযোগিতায় রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল।’’ আর তারই লক্ষ্যে সরকার একটি বিশেষ টিম মণিপুরে পাঠিয়েছিল। এছাড়া তাঁদের দ্রুত ত্রিপুরায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বিমানের ব্যবস্থা করেছে সরকার। মাণিক সাহা বলেন, ‘‘অভিভাবকদের সামনেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।’’
advertisement
advertisement
শনিবার রাতে বিশেষ বিমানে আগরতলা আসেন ছাত্রছাত্রীরা৷ তাঁদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সন্তানদের ফিরে পেয়ে আশ্বস্ত বাবা-মায়েরা।
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Students from Manipur: অগ্নিগর্ভ মণিপুর থেকে উদ্ধার, অবশেষে রাতের বিমানে বাড়ি ফিরলেন ত্রিপুরার পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement