JNU Violence: গর্জে উঠল গোটা দেশের ছাত্র-ছাত্রীরা, জেএনইউ-হামলার রিপোর্ট তলব কেন্দ্রের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷ হায়দরাবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন৷ কলকাতায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷
#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ শুরু করে দিল ছাত্র-ছাত্রীরা৷ রবিবার রাত থেকেই প্রতিবাদ শুরু করে দিয়েছে মুম্বইয়ের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা৷ তাঁরা গেটওয়ে অফ ইন্ডিয়া-র সামনে প্রতিবাদ ধর্নায় বসেছেন৷ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ৷
Wounded students at AIIMS trauma centre told me that goons entered the campus and attacked them with sticks and other weapons. Many had broken limbs and injuries on their heads. One student said the police kicked him several times on his head.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 5, 2020
advertisement
advertisement
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷ হায়দরাবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন৷ কলকাতায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট-এর ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভ দেখাচ্ছেন৷
Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn — Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
advertisement
জেএনইউ-য়ে হামলায় আক্রান্ত ছাত্রনেত্রী ঐশী ঘোষের মা জেএনইউ উপাচার্যের পদ্যাগ দাবি করেছেন৷ একই সঙ্গে মেয়েকে আন্দোলন থেকে সরে না আসার আর্জিও জানিয়েছেন৷ এইমস-এ ভর্তি আক্রান্ত পড়ুয়াদের দেখতে পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ প্রিয়াঙ্কা গান্ধির ট্যুইট, 'এইমস-এ ভর্তি ছাত্র-ছাত্রীরা আমায় জানিয়েছেন, দুষ্কৃতীদের হাতে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র ছিল৷ একজন ছাত্র জানাল, পুলিশ তাঁকে মাথায় লাথি মেরেছে একাধিক বার৷'
advertisement
Deeply, deeply concerned about the #JNUAttacks.
They are Indian students. In an Indian college. It’s not ok to attack or make any Indian college feel unsafe. That doesn’t change even if the college is AMU, Jamia or JNU. We destroy our nation if we do or secretly condone this. — Chetan Bhagat (@chetan_bhagat) January 6, 2020
advertisement
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই জেএনইউ-এর প্রাক্তন ছাত্র৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'জেএনইউ-এর আক্রান্ত ছাত্র-ছাত্রীদের জন্য আমি শোকাহত৷ দয়া করে শিক্ষার ওই পবিত্র মন্দিরকে রক্ষা করুন৷'
Mumbai: Students continue to protest outside Gateway of India against yesterday's violence in Jawaharlal Nehru University (JNU). #Maharashtra https://t.co/6uNb1f9iZR pic.twitter.com/6p2sikQLgl — ANI (@ANI) January 6, 2020
advertisement
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দু জনেই জেএনইউ-এর প্রাক্তনী৷ তাঁরা ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘটনার রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে৷
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মুখ কাপড় দিয়ে ঢাকা কিছু লোক জেএনইউ ক্যাম্পাসে ঢুকে লোহার রড, হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ ভাঙচুর করছে৷
advertisement
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ট্যুইট, 'হীরক রাজার সেনারা একের পর এক পাঠশালা আক্রমণ করে যাবে, মগজ ধোলাই মেশিন চলছে, চলবে...উদয়ন মাস্টার, কোথায় আপনি? আর লুকিয়ে থাকবেন না! আপনাকে, গুপি, আর বাঘাকে খুব দরকার!'
গত কয়েক সপ্তাহ ধরেই জেএনইউ-এর একটি বড় অংশের পড়ুয়া নাগরিকত্ব আইন, এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছেন৷
JNU-তে শান্তি বজায়ের বার্তা দিল JNU কর্তৃপক্ষ৷ রবিবারের ঘটনার নিন্দা করে JNU কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার বার্তা দিল৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি সরাসরি বিজেপি-কে দুষে ট্যুইট করেছেন, 'ভয় পেয়েই শাসকদল হামলা চালিয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করছি৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 8:51 AM IST