Kota News: কোটায় বাংলার ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! মানসিক অবসাদ নাকি অন্য কারণ, ঘনাচ্ছে রহস্য

Last Updated:

ফের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে রাজস্থানের কোটায়। মৃত ছাত্র পশ্চিমবঙ্গে বাসিন্দা। সোমবার সন্ধ্যায় তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

কোটা: ফের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে রাজস্থানের কোটায়। মৃত ছাত্র পশ্চিমবঙ্গে বাসিন্দা। সোমবার সন্ধ্যায় তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষনা করে হাসপাতাল। চলতি বছরে এ নিয়ে কোটায় ছাত্র আত্মহত্যার অনেক ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের ছাত্রটি কোটার ওয়াকফ নগর এলাকায় থাকতেন। গত বছর থেকে কোটায় থাকা শুরু করেছিল সে। ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল তাঁর। তাই তিনি NEET-এর প্রস্তুতি নিচ্ছিলেন। তার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। কোটার একটি প্রাইভেট কোচিং সেন্টার ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করে৷ সেখানেই সে পড়ত।
advertisement
advertisement
ছাত্রটি যে বাড়িতে ভাড়া থাকত সেখানকার অন্য ছাত্ররা পুলিশকে জানায়, তাঁরা তাঁকে শেষবার বিকেল ৪টের সময় দেখেছিল। সন্ধ্যা ৭টা বেজে যাওয়ার পরও সে ঘর থেকে বের হয়নি। এমনকী তাঁকে বহু বার ফোন করা হলেও সে ফোন ধরেনি। তারপর ছাত্ররাই বাড়িওয়ালাকে জানায়। তিনি পুলিশকে খবর দেন।
advertisement
এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে, ছাত্রের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে।
কোটায় ছাত্র-ছাত্রীরা কেন এই ভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কতটা ভাবা হচ্ছে? চাপই বা কেমন থাকে সেই সবটাই ভাবার বিষয়। প্রসঙ্গত, রাজ্য সরকার গত বছর কোচিং সেন্টারগুলির জন্য নির্দেশিকা জারি করে জানায় শিক্ষার্থীদের চাপমুক্ত রাখতে যাতে তাঁরা নানা রকম পদক্ষেপ নেয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kota News: কোটায় বাংলার ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! মানসিক অবসাদ নাকি অন্য কারণ, ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement