বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে খেতে গিয়ে বিপাকে যুবক, ধরা পড়তেই যা হল
- Published by:Suvam Mukherjee
Last Updated:
জানা গিয়েছে, ভোপালের বাসিন্দা এক যুবক বিনা নিমন্ত্রণে সম্প্রতি এক বিয়েবাড়িতে চলে যান।
#ভোপাল: অপরাধ, বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে গেছিলেন। কিন্তু তার জেরে শাস্তি হিসাবে এমন ঘটনা হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, এক তরুণকে দিয়ে জোর করে বাসন মাজানো হচ্ছে। সেই সঙ্গে যিনি ভিডিও করছেন তিনি আবার হুমকিও দিচ্ছেন। গোটা ঘটনা এখনও ট্যুইটার থেকে শুরু করে ফেসবুকে ভাইরাল।
ঘটনা মধ্যপ্রদেশের। জানা গিয়েছে, ভোপালের বাসিন্দা এক যুবক বিনা নিমন্ত্রণে সম্প্রতি এক বিয়েবাড়িতে চলে যান। সেখানে তিনি খাওয়া দাওয়াও করেন। কিন্তু শেষে বিয়েবাড়ির কয়েকজনের সন্দেহ হয়। শেষে ওই যুবককে চেপে ধরতেই তিনি জানান, বিনা নিমন্ত্রণেই তিন ওই বিয়ে বাড়িতে এসেছেন। এর পরেই যা ঘটে তা কল্পনার বাইরে। জানা গিয়েছে, ওই যুবককে দিয়ে বিয়েবাড়ির বাসন ধোয়ানো হয়। একটি, দুটি নয় প্রচুর এঁটো বাসন ধোয়ানো হয় ওই বিয়ে বাড়িতে।
advertisement
MBA student came to eat food without being invited at a marriage ceremony in Madhya Pradesh, people forced him to wash utensils !! मध्यप्रदेश के एक शादी समारोह में बिना बुलाए खाना खाने पहुंचा MBA का छात्र, लोगों ने युवक से धुलाए बर्तन !! + pic.twitter.com/XmBGr85aTy
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) December 1, 2022
advertisement
advertisement
এমনকী ওই যুবক যখন বাসন ধুচ্ছিলেন, তখন ভিডিও করছিলেন আশেপাশের অনেকে। মাথা নিচু করে একের পর এক বাসন ধুচ্ছিলেন ওই যুবক। ভিডিও যাঁরা করছিলেন, তাঁদের মধ্যে একজন ওই যুবকের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। জানা গিয়েছে, ওই যুবক এমবিএ এর ছাত্র। বিনা নিমন্ত্রণে প্রবেশের কথা তিনি স্বীকারও করে নেন।
advertisement
তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। অনেকেই প্রশ্ন করছেন, বিনা নিমন্ত্রণে খেয়ে ফেলার শাস্তি এমন কিছু হতে পারে। এটা খুবই নৃশংস আচরণ।
আবার অনেকে বলেছেন, ওই যুবক একাই গেছিলেন খেতে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ অতিথিদের সকলে আসেনও না। তাই খুব যে বিরাট সমস্যা হতো ওই বিয়েবাড়িতে, সেটাও নয়। কিন্তু তার জন্য এমন শাস্তি দেওয়া হবে। এটা খুবই খারাপ।
advertisement
তবে ওই যুবকের নাম কিংবা পরিচয় সামনে জানা হয়নি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন সকলে। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2022 4:13 PM IST

