স্কুলে চলছে অনলাইন ক্লাস, স্মার্টফোন না থাকায় অবসাদে আত্মঘাতী ছাত্রী
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
পঞ্জাবে গরিব পরিবারের এক ছাত্রী স্কুলে অনলাইন ক্লাস করতে না পেরে আত্মঘাতী হল৷ দশম শ্রেণির ওই ছাত্রীর স্মার্টফোন ছিল না৷ ফলে ক্লাস করতে পারছিল না৷ অবসাদে, দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে৷
#চণ্ডীগড়: লকডাউনের জেরে দেশের বেশির ভাগ স্কুলেই ক্লাস হচ্ছে অনলাইনে৷ সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সেই ক্লাস করতে গেলে বাড়িতে অনলাইন থাকার সব রকম ব্যবস্থা থাকা আবশ্যিক৷ কিন্তু বহু গরিব পরিবারের নুন আনতে পান্তা ফুরোয় দশা ভারতে৷ স্মার্টফোন তো অনেক দূরের জিনিস! সে রকমই পঞ্জাবে গরিব পরিবারের এক ছাত্রী স্কুলে অনলাইন ক্লাস করতে না পেরে আত্মঘাতী হল৷ দশম শ্রেণির ওই ছাত্রীর স্মার্টফোন ছিল না৷ ফলে ক্লাস করতে পারছিল না৷ অবসাদে, দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে৷
পঞ্জাবের মানসা জেলার ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ছাত্রীর বাবা পেশায় খেত মজুর৷ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাবার কাছে সে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য অনুরোধ করে৷ কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে, মেয়েকে স্মার্টফোন কিনে দিতে পারেননি বাবা৷ মেয়েটির বাবা জগশীর সিং-এর কথায়, 'আমার মেয়ে খুব কষ্টে ছিল৷ খুব চাপে থাকত৷ আমি ওকে স্মার্টফোন কিনে দিতে পারিনি৷ চেষ্টা করেছিলাম৷ আমি সামান্য খেত মজুর৷ স্মার্টফোন কেনার টাকা নেই৷ ও নিজেকে শেষ করে দিল৷'
advertisement
গত ফেব্রুয়ারি মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছিলেন, তিনি যুবক-যুবতীদের মধ্যে স্মার্টফোন বিলি করার প্রতিশ্রুতি রাখতে পারছেন না৷ কারণ করোনা ভাইরাস সংক্রমণ৷
advertisement
চলতি মাসেরই শুরুতে কেরলের মলপ্পুরম জেলায় একই ভাবে স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাস করতে না-পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 10:03 PM IST