Dog vs Leopard Video: রাস্তার কুকুরের সঙ্গে চিতাবাঘের ধুন্ধুমার লড়াই, জিতল কে? নাশিকের ভিডিও দেখলে চমকে উঠবেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নাশিকের নিপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুর দিকেই ওই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়ে৷
গভীর রাতে জনবসতিতে ঢুকে পড়ে রাস্তার অথবা বাড়ির পোষ্য কুকুরকে তুলে নিয়ে যাচ্ছে চিতাবাঘ৷ এমন অনেক ঘটনার ভিডিও এর আগে সমাজমাধ্যমে এসেছে৷ কুকুর যে চিতাবাঘের অন্যতম পছন্দের শিকার, তাও অনেকের জানা৷
কিন্তু এবার মহারাষ্ট্রের নাশিকে যে ঘটনা ঘটল, তাতে চমকে উঠেছেন অনেকেই৷ কারণ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়া একটি চিতাবাঘকে মেরে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যাচ্ছে একটি পথ কুকুর৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাশিকের নিপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুর দিকেই ওই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়ে৷
advertisement
advertisement
Niphad taluka, Nashik district, Maharashtra, a stray dog chased and overpowered a leopard near Gangurde Vasti, dragging it by the mouth for approximately 300 meters before the leopard fled. #leopard #dogs #attack #viralvideo #animals pic.twitter.com/BJWeoS4y52
— NextMinute News (@nextminutenews7) August 22, 2025
advertisement
চিতাবাঘটিকে কোনও সুযোগ না দিয়েই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে৷ কুকুরটির এই আচমকা আক্রমণে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় চিতাবাঘটি৷ এর পর ওই চিতাবাঘটিকে প্রায় ৩০০ মিটার টানতে টানতে নিয়ে যায় ওই কুকুরটি৷ কোনওমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিতাবাঘটি এলাকার একটি ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে৷ চিতাবাঘটির সঙ্গে কুকুরটির জোর লড়াইও হয়৷ তাতেও কুকুরটির বড় কোনও ক্ষতি হয়নি৷ তবে চিতাবাঘটি জখম হয়৷
advertisement
খবর পেয়ে এলাকায় আসেন বনকর্মীরা৷ যদিও চিতাবাঘটির চিকিৎসার প্রয়োজন কি না, তা তাঁরা জানাতে পারেননি৷ তবে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 9:03 PM IST