চেকিংয়ের জন্য মার্কিন মুলুকে আটকানো হল ওমর আবদুল্লাকে

Last Updated:

চেকিংয়ের জন্য মার্কিন বিমানবন্দরে প্রায় ঘণ্টা দুয়েকের জন্য আটকে রাখা হল জম্ম-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাকে।

#নিউইর্য়ক: শাহরুখ খানের পর এবার ওমর আবদুল্লা ৷ চেকিংয়ের জন্য মার্কিন বিমানবন্দরে প্রায় ঘণ্টা দুয়েকের জন্য আটকে রাখা হল জম্ম-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাকে। ইমিগ্রেশনের জন্য তাকে নিউ ইর্য়ক বিমানবন্দরে তাকে আটকে থাকতে হয় ৷ তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে জেরা করেন মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ ঘটনায় বিরক্তি প্রকাশ করে তিনি ট্যুইট করে জানান, ‘গত তিনবার আমেরিকা সফরে গিয়ে একই অভিজ্ঞতার সম্মুখিন হতে হয়েছে তাঁকে ৷ পুরো বিষয়টি অত্যন্ত ক্লান্তিকর হয়ে উঠেছে ৷ ’
নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতেই সেখানে যান আবদুল্লা।
তবে এই প্রথম নয় ৷ এর আগে বলিউড তারকা শাহরুখ খান থেকে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম মার্কিন মুলুকে  বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ৷
advertisement
দীর্ঘক্ষণ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকানো হয় বলিউডের বাদশাহ খানকে ৷ তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে জেরা করেন মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ ঘটনার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন ৷ ট্যুইট করে শাহরুখ জানিয়েছেন, ‘নিরাপত্তা জরুরি আমিও জানি ৷ তবে প্রতিবার আটকালে ভালো লাগে না ৷ অপেক্ষা করছি আর পোকেমন খেলছি ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চেকিংয়ের জন্য মার্কিন মুলুকে আটকানো হল ওমর আবদুল্লাকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement