#নয়া দিল্লি: শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়েবাড়ির ধুম।এই বিয়ের মরশুমে করোনা সংক্রমণের ঢেউ কীভাবে রোখা যাবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে বিভিন্ন রাজ্য। দিল্লির তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে নাইট কারফিউ জারি করা সম্ভব নয়। তবে পঞ্জাব, গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি কড়াকড়ি নির্দেশ জারি করেছে। গত মাসে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিয়েছিলেন যে দিল্লি সরকার কিছু বিশেষ নিয়মবিধি তৈরি করার পরিকল্পনা করছে। তবে রাজধানীতে কোভিড কেসের সংখ্যা ইতিমধ্যেই ৭-৮০০০ থেকে ৫০০০-এ নেমে এসেছে। পজিটিভ কেসের পরিমাণও ডিসেম্বর ১-এর হিসেব অনুযায়ী ৬.৮ শতাংশে নেমে এসেছে, যেখানে এই নভেম্বর ৮-এ এই পরিমাণ ছিল ১৫.২।
অন্যদিকে মহারাষ্ট্র সরকার মুম্বই-এর সমস্ত স্কুলগুলিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজস্থান সরকারও ১৪৪ ধারা জারি করেছে করোনা সংক্রমণ রোখার জন্য। নাইট কারফিউ জারি করল কোন কোন রাজ্য? ডিসেম্বর এবং জানুয়ারিতে ১০০০-এরও বেশি বিয়ের অনুষ্ঠানের কথা মাথায় রেখে, পঞ্জাব সরকার রাজ্যের সমস্ত শহরে নাইট কারফিউ’র নির্দেশ দিয়েছে।
গুজরাত সরকার রাজকোট, সুরাট এবং ভাদোদরা’র মতো শহরে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ’র নোটিশ দিয়েছে। একইভাবে, মধ্যপ্রদেশ সরকারও রাত ১০টা থেকে নাইট কারফিউ জারি করেছে ইন্দোর ও ভোপালের মতো ৫টি জেলায়। মণিপুর রাজ্যেও আগাম সতর্কতা হিসেবে জারি হয়েছে সন্ধ্যে ৬টা ঠেকে ভোর ৪টে পর্যন্ত নাইট কারফিউ।
ANTARA DEY