• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • স্টেটব্যাঙ্কের ১৮ হাজার এটিএমে মেলে না নতুন নোট! ভোগান্তি গ্রাহকদের

স্টেটব্যাঙ্কের ১৮ হাজার এটিএমে মেলে না নতুন নোট! ভোগান্তি গ্রাহকদের

Photo: PTI

Photo: PTI

 • Share this:

  #নয়াদিল্লি :  নোটবন্দির পর কেটে গেছে ২১ মাস ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় বাতিল হয়ে গিয়েছিল সে সময়ে ব্যবহার হওয়া ৫০০ ও ১০০০ টাকা-র নোট ৷ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত ব্যাঙ্কের এটিএম পরিষেবা ৷

  তারপর নতুন নোট আসার পরেও বিভিন্ন অটোমেটিক ট্রেলর মেশিনে পরিবর্তন করা হয় ৷ কারণ নতুন নোটগুলির আকার আকৃতিতে পরিবর্তন এসেছিল ৷ তাই এটিএম গুলিতেও বদল আনতে হয় ৷

  এরপর লম্বা সময় কেটে গেলেও এখনও দেশের বৃহত্তম ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও নিজেদের সব এটিএম চালু করতে পারেনি ৷ সম্প্রতি একটি RTI-র জবাবে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ২০০, ৫০০, ২০০০ টাকার নোট বেরোয় এরকম ১৮ হাজার এটিএম কাজ এখনও পুরো করা যায়নি ৷

  আরও পড়ুন - বদলে যেতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি,জোর দেওয়া হবে মেধায়

  নোটবন্দির আগে  SBI-র ৫৯, ৫২১ গুলি এটিএম কার্যকরী ছিল ৷ কিন্তু এখন সেখানে ৪১,৩৮৬ টি এটিএম রয়েছে ৷ যা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ২২.৫০ কোটি টাকা খরচ হয়েছে ৷ এখনও ১৮,১৩৫ টি এটিএম নতুন ভাবে তৈরি করা যায়নি ৷

  ফলে বেশ কিছু এলাকার মানুষ এখনও এটিএম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৷

  First published: