SSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবার সিবিআই তদন্তের দাবি তুললেন চাকরিপ্রার্থীরা

Last Updated:

SSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবার সিবিআই তদন্তের দাবি তুললেন চাকরিপ্রার্থীরা

#নয়াদিল্লি: ফের কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ৷ স্টাফ সিলেকশন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষুব্ধ চাকুরিপ্রার্থীরা সিবিআই তদন্তের দাবি করেছেন ৷ ক্রমশ তীব্র থেকে তীব্রতর রূপ হচ্ছে চাকরিপ্রার্থীদের আন্দোলন ৷
স্টাফ সিলেকশন পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ৷ ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র ৷ বারংবার এমন ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ৷
গত ১৭ ফেব্রুয়ারি স্নাতকস্তরে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার কথা ছিল স্টাফ সিলেকশন কমিশনের ৷ ৯,৩৭২টি শূন্যপদে কর্মী নিয়োগের পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায়ই ছড়িয়ে পড়ে পরীক্ষার প্রশ্নপত্র ৷ এমনকী সম্ভাব্য উত্তরও ৷
advertisement
advertisement
লাখো লাখো শেয়ারে মুহূর্তে ভাইরাল এসএসসি-এর প্রশ্ন ৷ কমিশনের নজরে আসার পর পরীক্ষা স্থগিত করা হলেও পরে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট ৷ পরবর্তী পরীক্ষার দিন হিসেবে নির্ধারিত করা হয়েছে ৯ মার্চ ৷
হাজার হাজার পদ শূন্য, অথচ কর্মী নিয়োগের নামে চলছে প্রহসন ৷ স্টাফ সিলেকশনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা ৷ দিল্লি লোধি রোডে সিজিও কমপ্লেক্সে স্টাফ সার্ভিস কমিশনের অফিসে লাগাতার বিক্ষোভে সামিল চাকরিপ্রার্থীরা ৷ প্রশ্নফাঁস কে বা কারা করেছে তা খতিয়ে দেখার জন্য সিবিাই তদন্তের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা ৷ শনিবার এই বিক্ষোভে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগ দেবেন সমাজকর্মী আন্না হাজারেও ৷
বাংলা খবর/ খবর/দেশ/
SSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবার সিবিআই তদন্তের দাবি তুললেন চাকরিপ্রার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement