SSC Scam Supreme Court: ২৫,৭৫৩ জনের ভাগ্যপরীক্ষা! এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SSC Scam Supreme Court: রাজ্যের নজর সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এসসসি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধাণ বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের বেঞ্চে। ২৫৭৫৩ জনের চাকরির প্যানেল খারিজ করেছিল হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে আবেদন ছিল— যোগ্য ব্যক্তিদের যেন চাকরি বহাল থাকে।
নয়াদিল্লি: রাজ্যের নজর সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এসসসি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধাণ বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের বেঞ্চে। ২৫৭৫৩ জনের চাকরির প্যানেল খারিজ করেছিল হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে আবেদন ছিল— যোগ্য ব্যক্তিদের যেন চাকরি বহাল থাকে।
সুপার নিউম্যারিক পোস্ট তৈরির জন্য ক্যাবিনেট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার উপর সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত। প্রধাণ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ ১৬ জুলাই পর্যন্ত চাকরি খারিজের উপর স্থগিতাদেশ দেন। তিনি বলেছিলেন, যোগ্য-অযোগ্য চাকরি প্রার্থীদের যদি আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা সঠিক হবে না। একই সঙ্গে তিনি ২৫৭৫৩ জনকে মুচলেকা দিতে বলেন, যে যদি অযোগ্য বলে প্রমাণিত হন, তাহলে বেতন ফেরত দিতে হবে।
advertisement
advertisement
সিবিআই তদন্তে বাধা না দিলেও কোনও রকম গ্রেফতারি করা যাবে না বলেও অন্তর্বতীকালীন নির্দেশ দিয়েছিলেন প্রধাণ বিচারপতি। মঙ্গলবারের শুনানিতে বোঝা যাবে, যোগ্য-অযোগ্যদের কি আলাদা করতে সক্ষম হল বোর্ড? সিবিআইয়ের তরফ থেকেও বা কী বক্তব্য পেশ করা হচ্ছে।
advertisement
সরকারের সঙ্গে এই মামলায় যুক্ত হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ এবং বেশ কিছু শিক্ষক সংগঠনও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2024 11:58 AM IST