SSC Recruitment Case Verdict: এসএসসি-র ২৬০০০ চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দান, তাকিয়ে গোটা দেশ

Last Updated:

SSC Recruitment Scam Case Verdict: সুপ্রিম কোর্টে গত ১০ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। রায়দান স্থগিত ছিল। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা হবে বলে খবর।

২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়দান
২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়দান
নয়াদিল্লি: রাত পোহালেই এসএসসি নিয়োগের ২৬ হাজার চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা। সুপ্রিম কোর্টে গত ১০ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। রায়দান স্থগিত ছিল। আগামিকাল সেই মামলার রায় ঘোষণা হবে বলে খবর। সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
১০ ফেব্রুয়ারি, ২০২৫-এ রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ওইদিন মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন রেখেছিলেন প্রধান বিচারপতিরা।
আরও পড়ুন: দু’ঘণ্টায় বদলে যাবে আবহাওয়া, ঝড়-বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের জেলা! লেটেস্ট আপডেট
এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবে কারও বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি। সিবিআই জানায়, তারা চাইছে ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানায়, ‘র‌্যাঙ্ক জাম্প’ এবং প্যানেল-বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ জানায়, এত জন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে।
advertisement
advertisement
প্রায় দু’ঘণ্টা ধরে চলে শুনানি। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হাই কোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবীর দাবি, ‘নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাই কোর্টের রায় যথার্থ। ওই রায়ই বহাল রাখা হোক।’
আরও পড়ুন: মজা করে MRI করিয়ে মারাত্মক কাণ্ড, সারার শরীরে যা ধরা পড়ল ভাবতে পারবেন না!
এই মামলায় অন্যতম সমস্যা হল যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা। কত জন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে, তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার রায়। এখন দেখার কী হয় ২৬ হাজার চাকরির।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
বাংলা খবর/ খবর/দেশ/
SSC Recruitment Case Verdict: এসএসসি-র ২৬০০০ চাকরি কি বাতিল হবে? রাত পোহালেই সুপ্রিম কোর্টে রায়দান, তাকিয়ে গোটা দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement