Viral: বিমানে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে একহাত নিলেন যাত্রী ! ভাইরাল হল ভিডিও
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
Viral: বিমানে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে একহাত নিলেন যাত্রী ! ভাইরাল ভিডিও
#নয়াদিল্লি: পছন্দসই আসন না পাওয়ার কারণে বিমানের ভিতর ধর্নায় বসেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর ৷ তাঁর এই আচরণে দিল্লি থেকে ভোপাল যাওয়ার স্পাইসজেট বিমান প্রায় ৪৫ ঘণ্টা দেরিতে আকাশে ওড়ে ৷ গোটা ঘটনায় বিরক্ত প্রকাশ করে বিমানের অন্যান্য যাত্রী ৷ অনেকেই বিমানকর্মীদের অনুরোধ করেছিলেন প্রজ্ঞা ঠাকুরকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য ৷ সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এসেছে যেখানে বিমানের অন্য এক যাত্রীর সঙ্গে বচসা শুরু করেছিলেন প্রজ্ঞা ঠাকুর তবে সেই বিমানযাত্রী মোটেই চুপ থাকেননি ৷ উল্টে ‘বিমান আপনার কেনা নয়’ বলে প্রজ্ঞা ঠাকুরকে রীতিমতো শাসন করেছিলেন বিমানযাত্রী ৷ তবে এখানেই শেষ নয়, যাত্রী সোজাসুজিই প্রজ্ঞা ঠাকুরকে বলেন, ‘আপনার কাজ আমাদের সমস্যা মেটানো ৷ সমস্যা বাড়ানো নয় ৷ বিমানের একটা নিয়ম আছে ৷ আপনার নিয়ম এখানে চলবে না ! আপনার লজ্জা করছে না ৷ আপনার জন্য আরও ৫০ জন যাত্রী বিরক্ত হচ্ছে, নেতা হিসেবে আপনার কোনও লজ্জা নেই !’সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
গোটা ঘটনায় রাতারাতিই সেই বিমানযাত্রী নেটিজেনদের কাছে হয়ে ওঠে ‘হিরো’ ৷
বিমানের ভিতরই ধর্নায় বসলেন প্রজ্ঞা ঠাকুর ৷ বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ স্পাইস জেটের বিমানকর্মীরা তাঁকে নির্ধারিত আসনে বসতে দেননি ৷ আর সেই কারণেই বিরক্ত হয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন প্রজ্ঞা ঠাকুর ৷ আর এর কারণে দিল্লি থেকে ভোপাল যাওয়ার স্পাইস জেট প্রায় ৪৫ মিনিট দেরিতে আকাশে ওড়ে ৷
advertisement
advertisement
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের অভিযোগ, ‘স্পাইসজেট কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানিয়েছি। বিমানকর্মীরা আমার সঙ্গে অভব্য ব্যবহার করেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আবার ঘটল। এবার তো যে আসন বুক করেছিলাম, ওরা সেখানে আমায় বসতেও দেয়নি।’
তবে গোটা ঘটনার একেবারেই উল্টোটাই বলা হয়েছে স্পাইশ জেটের পক্ষ থেকে ৷ স্পাইশ জেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, প্রজ্ঞা ঠাকুরের মতো ব্যক্তিত্বকে যাত্রী হিসেবে পেয়ে সত্যিই আমরা গর্বিত ৷ তিনি আগে থেকেই 1A আসন বুক করেছিলেন, তারপর নিজেই হুইল চেয়ার করে বিমান উঠতে আসেন ৷ বিমানকর্মীরা এ ব্যাপারে কোনও কিছুই জানত না ৷ হুইল চেয়ারে থাকা যাত্রীদের এমারজেন্সি আসনে বসতে দেওয়ার নিয়ম নেই৷ সেই কারণেই প্রজ্ঞা ঠাকুরকে অন্য আসনে বসার অনুরোধ করা হয় ৷ তবে উনি বসতে চান না ৷ এই বচসার কারণেই আমাদের বিমান আকাশে উড়তে বেশ দেরি হয় ৷ বিমানের অন্যান্য যাত্রীরাও বিরক্ত হয় ৷ পরে অবশ্য উনি আসন পরিবর্তন করতে রাজি হন ৷
advertisement
This wins the Internet:pic.twitter.com/4KFpDpbJYM
— santhoshd (@santhoshd) December 22, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 3:31 PM IST