#নয়াদিল্লি: ভোপালের নব নির্বাচিত সাংসদ ও মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ করল NIA আদালত।
সংসদে প্রত্যহ উপস্থিতির কারণে আদালতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন ভোপালের সাংসদ । আজ মুম্বইয়ে জাতীয় বিশেষ তদন্তকারী দলের আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ।
However, the Special NIA Court in Mumbai has given Pragya Thakur an exemption for today from attending the court. https://t.co/AqQsdrx5RT
— ANI (@ANI) June 20, 2019
আজকের এই রায়ের জেরে মালেগাঁও বিস্ফোরণ মামলায় সপ্তাহে একদিন আদালতে উপস্থিত থাকতে হবে প্রজ্ঞাকে । তবে আজকে আদালতে উপস্থিত থাকা থেকে প্রজ্ঞাকে ছাড় দিয়েছে আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malegao Blast Case, NIA court, Pragya Thakur