Mahua Moitra: আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ? আধ ঘণ্টায় সিদ্ধান্ত, সুদীপকে জানালেন অধ্যক্ষ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷
নয়াদিল্লি: আগামিকাল, শুক্রবারই কি সংসদ থেকে বহিষ্কৃত হবেন মহুয়া মৈত্র? সেরকম সম্ভাবনাই প্রবল৷ কারণ আগামিকালই মহুয়ার বিরুদ্ধে জমা পড়া লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানিয়েছেন৷
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দিনই বিষয়টি লোকসভার কার্যবিবরণীতে ছিল৷ কিন্তু সেদিন বিষয়টি উত্থাপিত হয়নি৷ আজকে যখন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলাম তখন অধ্যক্ষ জানান যে এথিক্স কমিটির রিপোর্টের সঙ্গে বহিষ্কারের প্রস্তাবও আসবে৷ আগামিকালই বিষয়টি লোকসভায় আসবে৷’
তবে বহিষ্কার প্রস্তাবের বিরুদ্ধে মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইন্ডিয়া জোটের সব দলই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশের বিরোধিতা করেছে৷ তারা নিজেদের বক্তব্য রাখতে চায়৷ আমরা অধ্যক্ষকে বলেছি মহুয়া মৈত্রকেও নিজের বক্তব্য পেশের সুযোগ দিতে হবে৷ গোটা বিষয়টি লোকসভার আলোচনার মধ্যে রাখতে হবে৷ অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আধ ঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার কথা ভেবেছেন৷ তবে তিনি জানিয়েছেন, আপনার কথা আমি শুনে রাখলাম৷’
advertisement
advertisement
ইতিমধ্যেই শুক্রবার দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷
advertisement
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 5:48 PM IST