Mahua Moitra: আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ? আধ ঘণ্টায় সিদ্ধান্ত, সুদীপকে জানালেন অধ্যক্ষ

Last Updated:

ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷

বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ফাইল ছবি
বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ফাইল ছবি
নয়াদিল্লি: আগামিকাল, শুক্রবারই কি সংসদ থেকে বহিষ্কৃত হবেন মহুয়া মৈত্র? সেরকম সম্ভাবনাই প্রবল৷ কারণ আগামিকালই মহুয়ার বিরুদ্ধে জমা পড়া লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানিয়েছেন৷
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দিনই বিষয়টি লোকসভার কার্যবিবরণীতে ছিল৷ কিন্তু সেদিন বিষয়টি উত্থাপিত হয়নি৷ আজকে যখন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলাম তখন অধ্যক্ষ জানান যে এথিক্স কমিটির রিপোর্টের সঙ্গে বহিষ্কারের প্রস্তাবও আসবে৷ আগামিকালই বিষয়টি লোকসভায় আসবে৷’
তবে বহিষ্কার প্রস্তাবের বিরুদ্ধে মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইন্ডিয়া জোটের সব দলই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশের বিরোধিতা করেছে৷ তারা নিজেদের বক্তব্য রাখতে চায়৷ আমরা অধ্যক্ষকে বলেছি মহুয়া মৈত্রকেও নিজের বক্তব্য পেশের সুযোগ দিতে হবে৷ গোটা বিষয়টি লোকসভার আলোচনার মধ্যে রাখতে হবে৷ অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আধ ঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার কথা ভেবেছেন৷ তবে তিনি জানিয়েছেন, আপনার কথা আমি শুনে রাখলাম৷’
advertisement
advertisement
ইতিমধ্যেই শুক্রবার দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷
advertisement
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: আগামিকাল সংসদে মহুয়ার ভাগ্য নির্ধারণ? আধ ঘণ্টায় সিদ্ধান্ত, সুদীপকে জানালেন অধ্যক্ষ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement