Kuno Cheetah : কুনো জাতীয় উদ্যানের জায়গা চিতাদের জন্য যথেষ্ট নয়, মনে করেন বন্যপ্রানী বিশেষজ্ঞরা

Last Updated:

ওই এলাকাটি যে বিদেশ থেকে আনা চিতাদের জন্য যথেষ্ট নয় তা বুঝেই ইতিমধ্যে মধ্যপ্রদেশের বন দফতরের তরফে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে

নয়াদিল্লি  : কুনো জাতীয় উদ্যানে যে পরিমাণ জায়গা আছে তা নামিবিয়া আর দক্ষিণ আফিকা থেকে আনা চিতাদের জন্য যথেষ্ট নয়, মনে করেন ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন বিশেষজ্ঞ। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আনা মোট কুড়িটি চিতার মধ্যে দুটির মৃত্যুর পর জরুরি বৈঠকে বসে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কর্তৃপক্ষ।
বন্যপ্রানী বিশেষজ্ঞদের মতে, যে কোনও একটি চিতার ঘোরাঘুরির জন্য অন্তত ১০০ বর্গ কিলোমিটার জায়গা প্রয়োজন। আর কুনো ন্যাশনাল পার্কে মোট এলাকা হচ্ছে ৭৪৮ বর্গ কিলোমিটার। আর তার লাগোয়া ৪৭৮ বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে বাফার জোন বা নিরাপদ অঞ্চল। অর্থাৎ বিদেশ থেকে আনা ওই চিতার জন্য এই পরিমাণ এলাকা যথেষ্ট নয়।
advertisement
আরও পড়ুন-- LPG Cylinder new price: এক ধাক্কায় ১৭১ টাকা কমল রান্নার গ্যাসের দাম! তবু স্বস্তি নেই মধ্যবিত্তের, কেন?
যাদবেন্দ্র বিক্রমসিং ঝালা, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সাড়ে সাতশো বর্গ কিলোমিটার এলাকা এতগুলি চিতার জন্য মোটেই যথেষ্ট নয়। এই ধরনের  চিতা সংরক্ষণ প্রকল্পে আগেও কাজ করেছেন যাদবেন্দ্র ঝালা। তাঁর বক্তব্য, ‘আদপে কুনো ন্যাশনাল পার্কের মোট এলাকা পাঁচ হাজার বর্গ কিলোমিটার। কিন্তু তাঁর মধ্যে একটা বড় অংশই কৃষিক্ষেত্র, আর বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বসবাসের এলাকা।’
advertisement
advertisement
ওই এলাকাটি যে বিদেশ থেকে আনা চিতাদের জন্য যথেষ্ট নয় তা বুঝেই ইতিমধ্যে মধ্যপ্রদেশের বন দফতরের তরফে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি যে তারা এনটিসিএ-কে ইমেল করে জানিয়ে দিয়েছেন, সে কথা মধ্যপ্রদেশ বন দফতরের এক আধিকারিক ইতিমধ্যে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন। অবশ্য সে বক্তব্যের কোনও জবাব এখনও পর্যন্ত রাজ্যের বন দফতরের আধিকারিকরা পাননি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kuno Cheetah : কুনো জাতীয় উদ্যানের জায়গা চিতাদের জন্য যথেষ্ট নয়, মনে করেন বন্যপ্রানী বিশেষজ্ঞরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement