মায়াবতীর পর অখিলেশ ! ১৯-র আগে ফের ধাক্কা, মহাজোট ছাড়লেন অখিলেশ
Last Updated:
#লখনউ: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ কিন্তু সময় যত এগোচ্ছে ৷ মহাজোটের কাজ যেন ততই থমকে যাচ্ছে ৷ মহাজোট থেকে সরে এসে ইতিমধ্যেই বিরোধী দলগুলির উপর চাপ বাড়িয়েছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ৷ এবার সেই একই ঢংয়ে মহাজোট থেকে সরে এলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ৷
মহাজোট থেকে সরে আসার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন অখিলেশ যাদব ৷ বলেন, ‘কংগ্রেস আমাদের বহুদিন ধরে অপেক্ষা করাচ্ছে ৷ মহাজোটের সিদ্ধান্ত নিলেও তা চূড়ান্ত করতে ঠোক্কর খাচ্ছে কংগ্রেস ৷ আসন সমঝোতার জন্য সপা-র তরফে একাধিকবার কংগ্রেসকে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই কংগ্রেসের উপর আর ভরসা নয় ৷ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে একাই লড়বে সমাজবাদী পার্টি ৷ প্রয়োজনে প্রাক্তন জোটসঙ্গী গোন্দওয়ানা গনতন্ত্র পার্টি এবং বিএসপি-র সঙ্গে কথা বলতে পারি ৷’
advertisement
প্রসঙ্গত, লোকসভার উপনির্বাচনে উত্তরপ্রদেশে গোরক্ষপুরের মত শক্ত ঘাঁটি সহ তিনটি আসনই ছিনিয়ে নিয়েছিল বিএসপি-এসপি জোট । সেক্ষেত্রে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ৷ তিনরাজ্যে বিধানসভা নির্বাচনে জোটে নেই বিএসপি ৷ এবার এসপিও মহাজোট থেকে নিজেদের সমর্থন তুলে নিল ৷ সেক্ষেত্রে ২০১৯-র আগে দুই হেভিওয়েট বিরোধী দলের এহেন ঘোষণা মোদি বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা খেতে চলেছে যে বলাই যেতে পারে ৷
advertisement
advertisement
গত শুক্রবার ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় এক দফায় ভোট গ্রহণ করা হবে ৷ ছত্তিশগড়ে দু'দফায় নেওয়া হবে ৷ দক্ষিণ ছত্তিশগড়ে প্রথম দফায় ১২ নভেম্বর, উত্তর ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ২০ নভেম্বরে ভোট গ্রহণ করা হবে ৷মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট নেওয়া হবে ২৮ নভেম্বর ৷ রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটগ্রহণ করা হবে ৭ ডিসেম্বর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2018 9:48 AM IST