মায়াবতীর পর অখিলেশ ! ১৯-র আগে ফের ধাক্কা, মহাজোট ছাড়লেন অখিলেশ

Last Updated:
#লখনউ: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ কিন্তু সময় যত এগোচ্ছে ৷ মহাজোটের কাজ যেন ততই থমকে যাচ্ছে ৷ মহাজোট থেকে সরে এসে ইতিমধ্যেই বিরোধী দলগুলির উপর চাপ বাড়িয়েছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ৷ এবার সেই একই ঢংয়ে মহাজোট থেকে সরে এলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ৷
মহাজোট থেকে সরে আসার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন অখিলেশ যাদব ৷ বলেন, ‘কংগ্রেস আমাদের বহুদিন ধরে অপেক্ষা করাচ্ছে ৷ মহাজোটের সিদ্ধান্ত নিলেও তা চূড়ান্ত করতে ঠোক্কর খাচ্ছে কংগ্রেস ৷ আসন সমঝোতার জন্য সপা-র তরফে একাধিকবার কংগ্রেসকে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই কংগ্রেসের উপর আর ভরসা নয় ৷ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে একাই লড়বে সমাজবাদী পার্টি ৷ প্রয়োজনে প্রাক্তন জোটসঙ্গী গোন্দওয়ানা গনতন্ত্র পার্টি এবং বিএসপি-র সঙ্গে কথা বলতে পারি ৷’
advertisement
প্রসঙ্গত, লোকসভার উপনির্বাচনে উত্তরপ্রদেশে গোরক্ষপুরের মত শক্ত ঘাঁটি সহ তিনটি আসনই ছিনিয়ে নিয়েছিল বিএসপি-এসপি জোট । সেক্ষেত্রে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ৷ তিনরাজ্যে বিধানসভা নির্বাচনে জোটে নেই বিএসপি ৷ এবার এসপিও মহাজোট থেকে নিজেদের সমর্থন তুলে নিল ৷ সেক্ষেত্রে ২০১৯-র আগে দুই হেভিওয়েট বিরোধী দলের এহেন ঘোষণা মোদি বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা খেতে চলেছে যে বলাই যেতে পারে ৷
advertisement
advertisement
গত শুক্রবার ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও তেলেঙ্গানায় এক দফায় ভোট গ্রহণ করা হবে ৷ ছত্তিশগড়ে দু'দফায় নেওয়া হবে ৷ দক্ষিণ ছত্তিশগড়ে প্রথম দফায় ১২ নভেম্বর, উত্তর ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ২০ নভেম্বরে ভোট গ্রহণ করা হবে ৷মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট নেওয়া হবে ২৮ নভেম্বর ৷ রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটগ্রহণ করা হবে ৭ ডিসেম্বর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মায়াবতীর পর অখিলেশ ! ১৯-র আগে ফের ধাক্কা, মহাজোট ছাড়লেন অখিলেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement