পরকীয়া নিয়ে রাতারাতি রায়, রাম মন্দির তৈরি নিয়ে ঢিলেমি কেন ? বিজেপি সাসংদের মন্তব্যে ফের বেকায়দায় মোদি

Last Updated:
#লখনউ: পরকীয়া এবং সমকামিতা নিয়ে রাতারাতি রায় দিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিতে এত দেরী কেন করছে আদালত ? যেখানে রাম মন্দির তৈরির সঙ্গে কয়েক লক্ষ্য হিন্দুর ভাবাবেগ জড়িয়ে রয়েছে ৷ শনিবার রাম মন্দির তৈরির ইস্যু নিয়ে দেশের আইন ব্যবস্থার উপর এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ স্বামী সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ ৷
আসন্ন লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের উন্নাওয়ের বিজেপির হয়ে নির্বাচন দাঁড়াচ্ছেন সাক্ষী ৷ শনিবার সাক্ষী সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘রাম মন্দির তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের রায় যাই-ই হোক না কেন ৷ তা নিয়ে বিলম্ব করা উচিত নয় ৷ যত শীঘ্র সম্ভব রাম মন্দির নিয়ে রায় দিক সুপ্রিম কোর্ট ৷ কারণ কয়েক লক্ষ হিন্দুর আবেগ জড়িয়ে রয়েছে রাম মন্দিরের সঙ্গে ৷’
advertisement
File photo of BJP MP Sakshi Maharaj. File photo of BJP MP Sakshi Maharaj.
advertisement
একইসঙ্গে নমো-কেও একহাত নিলেন সাক্ষী মহারাজ ৷ তিনি বলেন, ‘তিন তালাকের বিরুদ্ধে অর্ডিন্যান্স গঠন করে রায় দিল সুপ্রিম কোর্ট ৷ তাহলে সবসময় রাম মন্দিরের ক্ষেত্রেই এত অবহেলা কেন ? যেখানে শ্রীরামের আশীর্বাদেই দেশের ক্ষমতার শীর্ষে মোদি ৷ শ্রীরাম ছাড়াও সাধু সন্ততীদের আশীর্বাদে আজ ক্ষমতা তিনি ৷ সেখানে একটি রাম মন্দির তৈরি নিয়ে এত ঢিলেমি ?’
advertisement
লোকসভা নির্বাচনে সাধু সন্ততীদের হয়ে উন্নাও থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন সাক্ষী ৷ রামমন্দির তৈরি নিয়ে তাঁর নেতৃত্বে আগামী ৩ নভেম্বর থেকে নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ধর্ণা দেবেন ‘স্যান্ট’ কমিউনিটি ৷ তারপরেও যদি তাদের দাবি না মানা হয়, তাহলে নিজেরাই রাম মন্দির তৈরি করবেন তাঁরা ৷ সংবাদমাধ্যমের উদ্দেশে এমনটাই জানালেন সাক্ষী মহারাজ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পরকীয়া নিয়ে রাতারাতি রায়, রাম মন্দির তৈরি নিয়ে ঢিলেমি কেন ? বিজেপি সাসংদের মন্তব্যে ফের বেকায়দায় মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement