পরকীয়া নিয়ে রাতারাতি রায়, রাম মন্দির তৈরি নিয়ে ঢিলেমি কেন ? বিজেপি সাসংদের মন্তব্যে ফের বেকায়দায় মোদি
Last Updated:
#লখনউ: পরকীয়া এবং সমকামিতা নিয়ে রাতারাতি রায় দিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিতে এত দেরী কেন করছে আদালত ? যেখানে রাম মন্দির তৈরির সঙ্গে কয়েক লক্ষ্য হিন্দুর ভাবাবেগ জড়িয়ে রয়েছে ৷ শনিবার রাম মন্দির তৈরির ইস্যু নিয়ে দেশের আইন ব্যবস্থার উপর এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ স্বামী সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ ৷
আসন্ন লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের উন্নাওয়ের বিজেপির হয়ে নির্বাচন দাঁড়াচ্ছেন সাক্ষী ৷ শনিবার সাক্ষী সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘রাম মন্দির তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের রায় যাই-ই হোক না কেন ৷ তা নিয়ে বিলম্ব করা উচিত নয় ৷ যত শীঘ্র সম্ভব রাম মন্দির নিয়ে রায় দিক সুপ্রিম কোর্ট ৷ কারণ কয়েক লক্ষ হিন্দুর আবেগ জড়িয়ে রয়েছে রাম মন্দিরের সঙ্গে ৷’
advertisement
advertisement
একইসঙ্গে নমো-কেও একহাত নিলেন সাক্ষী মহারাজ ৷ তিনি বলেন, ‘তিন তালাকের বিরুদ্ধে অর্ডিন্যান্স গঠন করে রায় দিল সুপ্রিম কোর্ট ৷ তাহলে সবসময় রাম মন্দিরের ক্ষেত্রেই এত অবহেলা কেন ? যেখানে শ্রীরামের আশীর্বাদেই দেশের ক্ষমতার শীর্ষে মোদি ৷ শ্রীরাম ছাড়াও সাধু সন্ততীদের আশীর্বাদে আজ ক্ষমতা তিনি ৷ সেখানে একটি রাম মন্দির তৈরি নিয়ে এত ঢিলেমি ?’
advertisement
লোকসভা নির্বাচনে সাধু সন্ততীদের হয়ে উন্নাও থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন সাক্ষী ৷ রামমন্দির তৈরি নিয়ে তাঁর নেতৃত্বে আগামী ৩ নভেম্বর থেকে নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ধর্ণা দেবেন ‘স্যান্ট’ কমিউনিটি ৷ তারপরেও যদি তাদের দাবি না মানা হয়, তাহলে নিজেরাই রাম মন্দির তৈরি করবেন তাঁরা ৷ সংবাদমাধ্যমের উদ্দেশে এমনটাই জানালেন সাক্ষী মহারাজ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2018 9:16 AM IST