পাঠানকোট হামলায় সৌমিবাবাকে সমন পাঠাল NIA

Last Updated:

পাঠানকোট হামলা নিয়ে এবার সৌমিবাবাকে সমন পাঠাল এনআইএ ৷ পাঞ্জাবের তাল্লুর গ্রামের মাজারে থাকেন সৌমিবাবা ৷ বুধবার সৌমিবাবাকে সমন পাঠিয়ে দিল্লিতে এনআইএ-র সদর দফতরে আসার নির্দেশ দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷

#নয়াদিল্লি: পাঠানকোট হামলা নিয়ে এবার সৌমিবাবাকে সমন পাঠাল এনআইএ ৷ পাঞ্জাবের তাল্লুর গ্রামের মাজারে থাকেন সৌমিবাবা ৷ বুধবার সৌমিবাবাকে সমন পাঠিয়ে দিল্লিতে এনআইএ-র সদর দফতরে আসার নির্দেশ দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ গুরদাসপুরের এসপি সলবিন্দর সিং এখন সন্দেহের তালিকায় ৷ পাঠানকোট হামলায় তিনি জড়িত ছিল কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে বারবার ৷ গুরদাসপুরের এসপিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বায়ুসেনা ঘাঁটিতে হামলার কিছুদিন আগে পাঞ্জাবের তাল্লুর গ্রামের মাজারে সৌমিবাবার সঙ্গে দেখা করতে যান সলবিন্দর সিং ৷ গুরদাসপুরের এসপি-র বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই ২ দিন ধরে পাঞ্জাবে জিজাসাবাদ করা হয়েছে সৌমিবাবাকে ৷
পাঠানকোট হামলা নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা ৷ দফায় দফায় জেরা চালাচ্ছে গোয়েন্দা সংস্থা ৷ কী ভাবে বায়ুসেনা ঘাঁটিতে প্রেবেশ করেছিল জঙ্গিরা তা এখনও স্পষ্ট নয় ৷ সলবিন্দরের দেওয়া বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে এনআইএ ৷ প্রাথমিক তদন্তে সালবিন্দর সিংয়ের সঙ্গে পাঠানকোট হামলার যোগসূত্র রয়েছে বলে অনুমান গোয়েন্দা সংস্থার ৷ সৌমিবাবাকে জেরা পর্ব পাঠানকোট হামলার জট খুলতে সাহায্য করবে বলে মনে করছে এনআইএ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট হামলায় সৌমিবাবাকে সমন পাঠাল NIA
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement