Sonu Sood: রাজনীতির ময়দানে পা দিলেন সোনু সুদের বোন, ভোটে কি দাঁড়াচ্ছেন অভিনেতাও?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sonu Sood: প্রশ্ন উঠেছে, কোন দলে নাম লেখাতে চলেছেন মালবিকা সুদ? ভাই-বোনের কেউই অবশ্য সেকথা খোলসা করেননি৷
চণ্ডীগড় থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত মোগায় জন্ম সোনুর ৷ সেখান থেকেই রবিবার বোনের রাজনীতিতে পদার্পণের ঘোষণা করেন সোনু (Sonu Sood) ৷ বোনকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মালবিকা লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ মানুষের সেবা করার ওর অদম্য ইচ্ছে ৷’’
advertisement
advertisement
প্রসঙ্গত, পঞ্জাব কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টি (আপ), দুই দলের সঙ্গই সোনুর (Sonu Sood) হৃদ্যতা রয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের মাদক বিরোধী অভিযানের প্রচারের মুখ তিনি৷ সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখাও করেন সোনু সুদ৷ আবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্কুল শিক্ষা দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি ৷ তাই কংগ্রেস বা আপের হাত ধরেই সোনু রাজনীতিতে আসতে পারেন বলে জল্পনা ছিল এর আগে।
advertisement
তবে বোন মালবিকা কোন দলের হাত ধরবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন সোনু (Sonu Sood)৷ এ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়া সত্যিই জীবনের বড় সিদ্ধান্ত ৷ সাধারণ আলাপচারিতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আদর্শ ৷ ও কোন দলের সঙ্গে এগোবে, সঠিক সময় এলেই জানতে পারবেন ৷’’
প্রশ্ন উঠেছে, বোনের পর কি তাহলে তিনিও রাজনীতিতে আসবেন, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি সোনু ৷ তাঁর বক্তব্য, ‘‘আগে মালবিকার পাশে থাকাটা জরুরি ৷ মোগার সঙ্গে ওর শিকড় জড়িয়ে রয়েছে৷ আমার কী পরিকল্পনা রয়েছে, তা পরে জানাব৷’’ অভিনেতা থেকে সমাজকর্মী, দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন সোনু৷ করোনার সময় মায়ানগরীর অন্য তারকারা যখন ত্রাণ তহবিলে টাকা ঢেলেই দায় সেরেছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে দেখা গিয়েছে সোনুকে৷ অসহায় মানুষের চিকিৎসা, অক্সিজেন জোগাড় করে দেওয়া থেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে দেখা গিয়েছে তাঁকে ৷
advertisement
তাতে এক দিকে সাধারণ মানুষের কাছে যেমন ‘মসীহা’ হয়ে ওঠেন তিনি, তেমনই কৃষক আন্দোলনেও সমর্থন জানান । তার জেরেই সোনু কেন্দ্রের বিজেপি সরকারের বিরাগভাজন হন বলে অভিযোগ আপ এবং কংগ্রেসের ৷ তাদের দাবি, সেই কারণেই তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দেয় ।
advertisement
আয়কর দফতরের অভিযোগ, ২০ কোটির বেশি কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ। স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে চাঁদা তুললেও, সেই টাকা সমাজসেবার কাজে লাগানো হয়নি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু। তাঁর বিরুদ্ধে আয়কর দফতর গরমিলের কোনও প্রমাণই দেখাতে পারবে না বলে দাবি করেছেন তিনি। এ ব্যাপারে সমাজের বিভিন্ন মহলের সমর্থনও পেয়েছেন অভিনেতা ও সমাজসেবক সোনু। আগামী দিনে তাঁকেও রাজনীতির আঙিনায় দেখা যায় কিনা সেইদিকেই এখন তাকিয়ে আছে তাঁর অনুরাগীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2021 4:30 PM IST