Sonia Gandhi at Congress Working Committee meeting: তিনিই পূর্ণ সময়ের সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের বার্তা সনিয়ার

Last Updated:

রাহুল গান্ধি সভাপতি পদে ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi at Congress Working Committee meeting)৷

সনিয়া গান্ধি৷
সনিয়া গান্ধি৷
#দিল্লি: যতই তিনি অন্তর্বর্তী সভাপতি হোন না কেন, তাঁর হাতেই যে কংগ্রেসের রাশ রযেছে, দলের গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congres Working Committee Meeting) তা বুঝিয়ে দিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ সূত্রের খবর, সনিয়া স্পষ্ট করে দিয়েছেন, সভাপতি হিসেবে তিনিই পূর্ণ সময়ের জন্য দায়িত্ব পালন করছেন৷ সূত্রের আরও খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হবে বলেও ওয়ার্কিং কমিটির বৈঠকে জানানো হয়েছে৷
রাহুল গান্ধি (Rahul Gandhi) সভাপতি পদে ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সনিয়া গান্ধি (Sonia Gandhi)৷ দলের শীর্ষ পদে পূর্ণ সময়ের জন্য কাউকে বসানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন কংগ্রেস নেতাদের একাংশ৷ এ দিন অবশ্য সনিয়া ওয়ার্কিং কমিটির প্রারম্ভিক ভাষণে বলেন, 'এখন যে ভাবে পূর্ণ সময়ের জন্য কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলাচ্ছি, আপনারা চাইলে আমি সেভাবেই কাজ চালিয়ে যেতে প্রস্তুত৷' সনিয়া আরও বলেন, তিনি খোলাখুলি আলোচনা পছন্দ করেন৷ সংবাদমাধ্যমকে ব্যবহার করে তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই৷
advertisement
advertisement
এই মুহূর্তে গোটা দেশেই যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে কংগ্রেস৷ দলের বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নেতৃত্বে বদল না ঘটালে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়৷ দলকে ঘুরে দাঁড় করানোর উপায় নিয়ে বলতে গিয়ে সনিয়া বলেন, 'সংগঠনের প্রত্যেকেই চায় যে কংগ্রেস ঘুরে দাঁড়াক৷ কিন্তু তার জন্য সবার আগে একতা এবং দলের স্বার্থ সবার আগে দেখা প্রয়োদন৷ সবথেকে বেশি প্রয়োজন শৃঙ্খলা এবং সংযম৷'
advertisement
বিক্ষুব্ধ নেতাদের বার্তা দিয়ে সনিয়া বলেন, 'আমি বরাবরই খোলাখুলি আলোচনা পছন্দ করি৷ সংবাদমাধ্যমকে ব্যবহার করে আমার সঙ্গে কথা বলার তো প্রয়োজন নেই৷ সবাই মিলে আসুন আমরা খোলাখুলি এবং সৎ ভাবে মত বিনিময় করি৷ এই ঘরের চার দেওয়ালের বাইরে যা জানানো হবে, সেটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত হবে৷'
ওয়ার্কিং কমিটির বৈঠকেই কৃষক বিরোধী মনোভাবের জন্য বিজেপি-র তীব্র সমালোচনা করেন সনিয়া গান্ধি৷ একই সঙ্গে সামনে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, তা নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন সনিয়া৷ তিনি বলেন, 'বরাবরই প্রস্তুতির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে থেকেছি৷ আমাদের যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই৷ কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপরায়ণ থেকে দলের স্বার্থের কথা ভেবে কাজ করি, তাহলে আমরা ভাল ফল করবই৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi at Congress Working Committee meeting: তিনিই পূর্ণ সময়ের সভাপতি, ওয়ার্কিং কমিটির বৈঠকে বিক্ষুব্ধদের বার্তা সনিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement