#নয়াদিল্লি: ক্রমে বিরোধীরা একজোট হচ্ছে ইউজিসি নির্দেশিত পরীক্ষা ও জয়েন্টের দিনক্ষণ নিয়ে। ক’দিন আগেই সনিয়া গান্ধির সঙ্গে আলোচনায় বসেছিলেন দেশের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁদের অলোচনায় উল্লেখযোগ্যভাবে উঠে আসে পড়ু্য়াদের প্রসঙ্গ। সেই মতো একটি মামলাও শুক্রবার করা হয়েছে শীর্ষ আদালতে। এরপরেও নতুন করে এই ইস্যুতে মুখ খুললেন সনিয়া গান্ধি। তিনি ট্যুইটারে একটি ভিডিও বার্তা শেয়ার করে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন। এদিন একদিকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের সভায় পরীক্ষা নেওয়া নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করছেন, ঠিক তার কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় এল সনিয়া গান্ধির বার্তা।
Students are our future, we depend on them to build a better India, therefore, if any decision has to be taken regarding their future it is important that it is taken with their concurrence.: Congress President Smt. Sonia Gandhi #SpeakUpForStudentSafety pic.twitter.com/Jf18cmykbd
— Congress (@INCIndia) August 28, 2020
সনিয়া ট্যুইটারে লিখেছেন ‘পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে আছে। সেই কারণে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করা আমাদের কর্তব্য।’ কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গান্ধি ছাত্রদের পাশে দাঁড়িয়ে সরব হলেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ছাত্ররা, আপনাদের অবস্থা আমরা বুঝতে পারছি। এই পরীক্ষার ইস্যু আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিন্তা শুধু আপনাদের হচ্ছে, এমন নয়, আপনাদের পরিবারেরও হচ্ছে। আপনারা দেশের ভবিষ্যৎ। ভারতের ভবিষ্যৎ গড়ার কাজে আমরা আপনাদের উপরেই নির্ভর করি৷ তাই আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনাদের ভালমন্দের দিকটাই সবার আগে বিচার করা দরকার। আমি আশা করব সরকার আপনাদের কথা শুনবে আর আপনাদের মত প্রকাশের স্বাধীনতা দেবে। সরকারের প্রতি আমার এটাই আবেদন।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: JEE, NEET, Sonia Gandhi