মেগা গান্ধি জয়ন্তীর সঙ্গে কংগ্রেসেও RSS-এর মতো 'প্রেরক' নিয়োগ, আজ বৈঠকে সনিয়া
Last Updated:
বৈঠকের মূল অ্যাজেন্ডা হল, গান্ধি জয়ন্তীর প্রস্তুতি ও দলের সদস্যপদ বাড়ানো৷ কংগ্রেসের নেতারা দলের সদস্যপদ বাড়ানোর জন্য গোটা দেশে ঘুরবেন৷ প্রশিক্ষণ দেওয়া হবে দলের কর্মীদেরও৷
#নয়াদিল্লি: মহাত্মা গান্ধির দেড়শোতম জন্মবার্ষিকীতে মেগা ইভেন্টে পরিণত করতে চলেছে কংগ্রেসও৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালিন সভানেত্রী সনিয়া গান্ধি৷ ওই বৈঠকেই দেড়শোতম গান্ধি জয়ন্তীতে মেগা কর্মসূচি ঠিক করা নিয়ে আলোচনা হবে৷ একই সঙ্গে সূত্রের খবর, আরএসএস-র যেমন 'প্রেরক' ঠিক করা হয়, তেমনই সনিয়াও কংগ্রেসে ওই ধরনের কয়েকজনকে নির্বাচিত করা হবে৷
বৈঠকের মূল অ্যাজেন্ডা হল, গান্ধি জয়ন্তীর প্রস্তুতি ও দলের সদস্যপদ বাড়ানো৷ কংগ্রেসের নেতারা দলের সদস্যপদ বাড়ানোর জন্য গোটা দেশে ঘুরবেন৷ প্রশিক্ষণ দেওয়া হবে দলের কর্মীদেরও৷ বৈঠকে প্রাক্ন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা-সহ দলের অন্যান্য সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন৷ দেশের আর্থিক বৃদ্ধির করুণ অবস্থা নিয়েও আলোচনা ও রণনীতি ঠিক করা হবে বৈঠকে৷
advertisement
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, আরএসএস-এর মতো কংগ্রেসও 'প্রেরক' নিযুক্ত করতে পারে৷ যাঁরা জেলায় জেলায় ঘুরে জনসংযোগ করবেন ও দলের সদস্য বাড়াবেন৷ সব জায়গায় গিয়ে কংগ্রেসের অ্যাজেন্ডা প্রচার করবেন এই প্রেরকরা৷
advertisement
কংগ্রেসের ইতিহাসে এই ধরনের কোনও সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়নি৷ আরএসএস-এ এই ধরনের প্রক্রিয়ায় জনসংযোগ বাড়ানো হয়৷
আরও ভিডিও: প্রিয়ঙ্কার চোখে রাহুল-সনিয়া, দেখুন এক দশক আগের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2019 8:56 AM IST
