হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের কোর্টে হাজিরা পিছল
Last Updated:
ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আপাতত স্বস্তিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ সময় চেয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিল কংগ্রেস ৷ আবেদন মঞ্জুর হওয়ায় পিছিয়ে গেল শুনানি ৷ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ ডিসেম্বর ৷
#নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আপাতত স্বস্তিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ সময় চেয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিল কংগ্রেস ৷ আবেদন মঞ্জুর হওয়ায় পিছিয়ে গেল শুনানির তারিখ ৷ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ ডিসেম্বর ৷
বেআইনিভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগে ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানির এদিনই জন্য কোর্টে সোনিয়া-রাহুলকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট ৷ কিন্তু শীতকালীন অধিবেশন চলায় সোনিয়া গান্ধির পক্ষে কোর্টে হাজিরা দেওয়া সম্ভব ছিল না ৷ অন্যদিকে রাহুলের এদিন বন্যাবিধস্ত তামিলনাড়ু যাওয়ার সফর সূচি আগেই ঠিক ছিল ৷ মঙ্গলবার কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি কংগ্রেসের তরফ থেকে কোর্টে হাজির হন এবং বিচারককে জানান পরবর্তী শুনানির দিন রাহুল ও সোনিয়া কোর্টে হাজিরা দিতে রাজি ৷ যদিও এই দিল্লি কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সনিয়া-রাহুলের আইনজীবীরা ৷ কংগ্রেস সভানেত্রী ও সহ-সভাপতি ছাড়াও কংগ্রেসের চার নেতা মতিলাল ভোহরা, আকবর ফার্নান্ডেজ, সুমন দুবে এবং স্যাম পিত্রোদাকে নিম্ন আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2015 1:07 PM IST