#নয়াদিল্লি: দিল্লির হিংসা নিয়ে সরাসরি কেন্দ্রকে নিশানা সনিয়া গান্ধির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি কংগ্রেসের। ষড়যন্ত্র করেই পরিকল্পিত হিংসা। বিজেপি নেতাদের উস্কানিতেই আরও ছড়িয়েছে হিংসা। অভিযোগ কংগ্রেস সভানেত্রীর। একইসঙ্গে কেন্দ্রের সামনে ৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নও রাখেন ৷
কংগ্রেসের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধি বুধবার বলেন, ‘দিল্লি হিংসার জন্য শুধু কেন্দ্রই নয় সমানভাবে দায়ী দিল্লির কেজরি সরকারও ৷ গত ৭২ ঘণ্টা ধরে নিস্ক্রিয় হয়ে রয়েছে দিল্লি পুলিশ ৷ তারা পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ ৷ আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এর পিছনে ৷’ অশান্তির আগুনে জ্বলছে দিল্লি। রাজনীতির উত্তাপে পুড়ছে জাতীয় রাজনীতি। বিরোধীদের নিশানায় মোদি সরকার। অমিত শাহের ইস্তফার দাবি কংগ্রেসের। রবিবার থেকে দিল্লির অশান্তিতে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে ৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোনিয়া গান্ধি বলেন, ‘দিল্লিতে ষড়যন্ত্রের আগুনে তিনদিনে বহু প্রাণ গেল ৷ আগুনেও চুপ কেন্দ্র ৷ মৃতদের পরিবারের প্রতি দলের সমবেদনা রয়েছে এবং জখমদের দ্রুত আরোগ্য কামনা করছে কংগ্রেস ৷ উসকানিতেই হিংসার আগুন ৷ এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী ৷ দিল্লি সরকার, কেন্দ্র ব্যর্থ ৷ যখন জ্বলছে দিল্লি, কোথায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কী করছিলেন তিনি? ইস্তফা দিন অমিত শাহ ৷ এদের নিস্ক্রিয়তাতেই দিল্লির এমন অবস্থা ৷’