১২ হাজার টাকার ড্রাগেই প্রাণ গেল সোনালি ফোগাটের, ডোজ দেওয়া হয়েছিল সেভাবেই

Last Updated:

জোরপূর্বক সোনালিকে জলে মিশিয়ে MD ড্রাগস খাওয়ায় বলে জানা গিয়েছে সূত্র মারফত।

#হরিয়ানা: সোনালি ফোগাট হত্যা মামলায় প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার জানা গেল সোনালি ফোগাটাকে ১২ হাজার টাকার মাদক দিয়ে খুন করা হয়েছে৷ সূত্রের খবর, মাদকের অতিরিক্ত মাত্রা সোনালির মৃত্যুর কারণ হতে পারে। একইসঙ্গে সোনালীর ম্যানেজার সুধীর সাংওয়ান ও সুখিন্দর জোরপূর্বক সোনালিকে জলে মিশিয়ে MD ড্রাগস খাওয়ায় বলে জানা গিয়েছে সূত্র মারফত। এমডি ড্রাগ অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে মৃত্যু হয়েছে সোনালির।
একইসঙ্গে বলা হচ্ছে, ২২শে আগস্ট সোনালি এবং অভিযুক্ত দু’জনই বিকাল ৪টায় গোয়া পৌঁছেন। সন্ধে ৬টা নাগাদ সাংওয়ান ও সুখবিন্দর ৫ হাজার এবং ৭ হাজার টাকার বিভিন্ন এমডি ড্রাগস কিনে নেয়। রাত সাড়ে ৯টায় সকলে হোটেল থেকে কার্লি'স পাব এ পৌঁছয়। রাত ১০টা থেকে সোনালিকে ধীরে ধীরে মাদক দিতে থাকে। রাত দেড়টা নাগাদ সোনালির অবস্থার অবনতি হয়। সোনালির বমি হওয়ায় সানওয়ান তাকে টয়লেটে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন Noida Twin tower demolition latest news: ভাঙাল নয়ডা ট্যুইন টাওয়ার, যেখানে ছিল বিশাল উঁচু বিল্ডিং এখন সেখানেই যেন ধূধূ ফাঁকা মাঠ!
রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওয়াশরুমে ছিলেন সোনালি। তার শারীরিক অবস্থার অবনতি হয়৷ সকাল ৬টায় (২৩ আগস্ট) সোনালিকে অচেতন অবস্থায় কার্লিস থেকে হোটেল লিওনিতে নিয়ে আসা হয়। সকাল ৬.৩০টায় সানওয়ান এবং সুখবিন্দর সোনালিকে গাড়িতে তুলে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সোয়া ৭টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানেই জানা যায় সোনালির মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
সকাল ৯টায় গোয়া পুলিশকে সম্পূর্ণ তথ্য দেয় হাসপাতাল। এরপরই গোয়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ৪২ বছর বয়সী সোনালি ফোগাট, যিনি টিকটকের মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন, এই সপ্তাহের শুরুতে গোয়ায় মৃত্যু হয়৷ তাঁর মৃত্যু ঘিরে রয়েছে রহস্য৷ এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ফোগাটের ব্যক্তিগত সহকারী সুধীর সানওয়ান, আরও সহযোগী সুখবিন্দর সিং, 'কার্লি'স রেস্তোরাঁর মালিক এডউইন নুনেস এবং মাদক চোরাকারবারী রামা ওরফে রামদাস মান্দ্রেকার এবং দত্তপ্রসাদ গাঁওকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১২ হাজার টাকার ড্রাগেই প্রাণ গেল সোনালি ফোগাটের, ডোজ দেওয়া হয়েছিল সেভাবেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement