উত্তাল এআইডিএমকে শিবিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস

Last Updated:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তামিলনাড়ুর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্ট আজ কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ৷

#চেন্নাই: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তামিলনাড়ুর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্ট আজ কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ৷ এই ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারকের দৃষ্টিভঙ্গি আলাদা থাকাতেই আজ রায় দান করা সম্ভব হলনা ৷ আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে এআইডিএমকে-এর ১৮ বিধায়ক ৷
ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার
প্রসঙ্গত গত বছর তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ ১৮ জন বিধায়কের প্রতি অনাস্থা এনে ছিলেন ৷ তাদের বিধায়ক খারিজ সংক্রান্ত মামলায় ৷ আজ তাঁদের বিরুদ্ধে রায়দান না হওয়ায় এআইডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই ১৮ বিধায়ককে সমর্থন চালিয়ে যাবেন ৷ যতদিন না তাঁদের বিরুদ্ধে কোনও রকম অপরাধ প্রমাণিত হয় ৷ কেননা তাঁদেরকে বিধায়ক পদপ্রার্থী করেছিলেন হিসাবে মনোনয়ন দিয়েছিলেন আম্মা (প্রয়াত জয়ললিতা) ৷
advertisement
advertisement
অন্যদিকে ডিএমকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি ১৮ জন বিধায়কের বাধায়কের বাধায়ক পদ খারিজ হলে তামিলনাড়ু বিদানসবায় সংখ্যালঘু হয়ে পড়বে এআইডিএমকে ৷ বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় অধ্যক্ষ ছাড়া শাসকদলের মোট ১১৬ বিধায়ক আছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তাল এআইডিএমকে শিবিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement