উত্তাল এআইডিএমকে শিবিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস

Last Updated:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তামিলনাড়ুর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্ট আজ কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ৷

#চেন্নাই: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তামিলনাড়ুর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্ট আজ কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ৷ এই ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারকের দৃষ্টিভঙ্গি আলাদা থাকাতেই আজ রায় দান করা সম্ভব হলনা ৷ আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে এআইডিএমকে-এর ১৮ বিধায়ক ৷
ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার
প্রসঙ্গত গত বছর তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ ১৮ জন বিধায়কের প্রতি অনাস্থা এনে ছিলেন ৷ তাদের বিধায়ক খারিজ সংক্রান্ত মামলায় ৷ আজ তাঁদের বিরুদ্ধে রায়দান না হওয়ায় এআইডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই ১৮ বিধায়ককে সমর্থন চালিয়ে যাবেন ৷ যতদিন না তাঁদের বিরুদ্ধে কোনও রকম অপরাধ প্রমাণিত হয় ৷ কেননা তাঁদেরকে বিধায়ক পদপ্রার্থী করেছিলেন হিসাবে মনোনয়ন দিয়েছিলেন আম্মা (প্রয়াত জয়ললিতা) ৷
advertisement
advertisement
অন্যদিকে ডিএমকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি ১৮ জন বিধায়কের বাধায়কের বাধায়ক পদ খারিজ হলে তামিলনাড়ু বিদানসবায় সংখ্যালঘু হয়ে পড়বে এআইডিএমকে ৷ বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় অধ্যক্ষ ছাড়া শাসকদলের মোট ১১৬ বিধায়ক আছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তাল এআইডিএমকে শিবিরে আপাতত স্বস্তির নিঃশ্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement