সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা- এক জওয়ান এবং এক জঙ্গি নিহত
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
দুই পক্ষের প্রবল গুলিযুদ্ধে ভারতীয় এক জওয়ান গুরুতর আহত হন এবং এক জঙ্গি মারা যায়। পরবর্তীতে আহত জওয়ান মারা যান।
জম্মু ও কাশ্মীর: আবারও অশান্ত ভূস্বর্গ। বুধবার কাকভোরে সেনা-জঙ্গির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের কুপাওয়ারা অঞ্চল।
উপত্যকা এলাকায় জঙ্গি নিকেশ করতে কিছুদিন ধরেই পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অপারেশন চালানো হচ্ছিল। বুধবার, কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী কুপওয়ারার কৌট এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন শুরু করে।
দুই পক্ষের প্রবল গুলিযুদ্ধে ভারতীয় এক জওয়ান গুরুতর আহত হন এবং এক জঙ্গি মারা যায়। পরবর্তীতে আহত জওয়ান মারা যান।
advertisement
আরও পড়ুন: বিহারের জন্য বিমানবন্দর, সেতু, মেডিক্যাল কলেজ! বাজেটের পরে যা বললেন নীতীশ
জঙ্গি নিকেশের ক্ষেত্রে অপারেশন এখনও চলবে বলে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফ থেকে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটারে) পোস্ট করা হয়, ” নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে কুপওয়ারার কৌট অঞ্চলে কাশ্মীর পুলিস এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন চালানো শুরু হয়েছে। এই অপারেশন চলাকালীন ২৩,২৪, ২৪ জুলাই সন্দেহজনক গতিবিধি
advertisement
দেখতে পাওয়া মাত্র তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ করা হয়।
তাঁরাও পাল্টা গুলিবর্ষণ করে। এই সংঘর্ষে আমাদের এক জওয়ান আহত হয়েছেন এবং এক জঙ্গি মারা গেছে।”
জঙ্গি অনুপ্রবেশ ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। গত মঙ্গলবার, বাটাল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে এক জওয়ান আহত হন। ঠিক তার আগের দিন জঙ্গিরা আর্মি পোস্টে এবং ভিলেজ ডিফেন্স গ্রুপের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর সময় এক জওয়ান এবং এক সাধারন নাগরিক আহত হন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 6:30 PM IST