Nitish Kumar: বিহারের একাধিক বরাদ্দ... বিমানবন্দর, সেতু, মেডিক্যাল কলেজ! বাজেটের পরে যা বললেন নীতীশ কুমার...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বাজেট পেশের পরে নীতীশ কুমার বলেন, “আমরা বলেছিলাম, হয় আমাদের বিশেষ মর্যাদা দিন (বিহারের জন্য) অথবা আমাদের বিশেষ অধিকার দিন এবং বিহারের প্রয়োজনে সাহায্য করুন। রাজ্যে রাস্তা, স্কুল এবং অন্য উন্নয়ন প্রকল্প-সহ অনেক কাজ হয়েছে। এখন তারা বিহারের বেশ কিছু এলাকায় সাহায্যের ঘোষণা করেছে। কেন্দ্র-রাজ্যকে সমর্থন করলে সকলেই উপকৃত হবেন।”
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে এ বার বিশেষ নজর দেওয়া হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের দিকে। মোদির আমলে প্রথম ‘এনডিএ বাজেট’। এর আগে ২০১৪ থেকে ২০২৪ এর অন্তর্বর্তী বাজেট পর্যন্ত সরকার ছিল একক সংখ্যাগরিষ্ঠ। এই বাজেট থেকে প্রথম জোট সরকারের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জোট সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের ডেডিইউয়ের। তার জন্য এবারের বাজেটে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ সুবিধা পাবে তা আশা করাই গিয়েছিল।
advertisement
বাজেট পেশের পরে নীতীশ কুমার বলেন, “আমরা বলেছিলাম, হয় আমাদের বিশেষ মর্যাদা দিন (বিহারের জন্য) অথবা আমাদের বিশেষ অধিকার দিন এবং বিহারের প্রয়োজনে সাহায্য করুন। রাজ্যে রাস্তা, স্কুল এবং অন্য উন্নয়ন প্রকল্প-সহ অনেক কাজ হয়েছে। এখন তারা বিহারের বেশ কিছু এলাকায় সাহায্যের ঘোষণা করেছে। কেন্দ্র-রাজ্যকে সমর্থন করলে সকলেই উপকৃত হবেন।”
advertisement
advertisement
VIDEO | Budget 2024: “We said, either give us special status (for Bihar) or give us special rights and help with Bihar’s needs. So much work has been done in the state including construction of roads, schools and other development projects. Now they have announced help in several… pic.twitter.com/hFCaXWBrd1
— Press Trust of India (@PTI_News) July 23, 2024
advertisement
বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 4:38 PM IST