#শ্রীনগর: অশান্তি অব্যাহত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়। বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় পানার জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীন সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি । মুখোমুখি সংঘর্ষে শহিদ এক ভারতীয় জওয়ান।
সেনা সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে উত্তর কাশ্মীরের পানার জঙ্গলে এদিন তল্লাশি অভিযানে নামে সেনা। চারদিক থেকে ঘিরে ফেলায় জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে থাকে। গুলিতে মৃত্যু হয় এক ভারতীয় জওয়ানের। পাল্টা গুলিতে মারা যায় দুই জঙ্গি। আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কিনা তা দেখতে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা।
আরও পড়ুন
সুখবর! এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে সরকারি পেনশন স্কিমের মূল্য
চলতি সপ্তাহের শুরু থেকেই সীমান্তবর্তী অঞ্চলে একের পর এক জঙ্গি কার্যকলাপ নজরে এসেছে। বুধবার সামর চাম্বলিয়ান সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনা। হামলায় শহিদ বিএসএফ বাহিনীর চার জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter with Militant, Indian Army, Jammu And Kashmir, Militant Attack, Terrorist Attack, Terrorist Encounter, Terrorist Killed