Surya Grahan 2024: বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করতে পারলেন না ভারতবাসী; ভাইরাল ছবি-ভিডিও দেখেই দুধের স্বাদ মিটল ঘোলে

Last Updated:

Surya Grahan 2024: দর্শকরা মূলত রিয়েল-টাইম ইমেজ এবং ভিডিও রেকর্ড করেছেন। আর সেইসব ছবি-ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে প্রচুর ভিউ আর প্রচুর শেয়ার হয়েছে।

বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করলেন না ভারতবাসী
বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করলেন না ভারতবাসী
কলকাতাঃ গত ৮ এপ্রিল অর্থাৎ সোমবার ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। যদিও তা ভারত থেকে দেখা যায়নি। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দৃশ্যমান হয়েছে উত্তর আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে। যার ফলে সেখানকার জ্যোতির্বিদ, পদার্থবিদ, গ্রহণ উৎসাহী এবং স্কাইওয়াচার্সদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো! ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সকলেই এই সূর্যগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।
আরও পড়ুনঃ চাকরিজীবীরা কেন একই সংস্থায় বছরের পর বছর ধরে থেকে যেতে চান, সমীক্ষায় বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য
আসলে ওই দৃশ্য চাক্ষুষ করার পাশাপাশি তা ক্যামেরাবন্দি করার উৎসাহ থাকে তুঙ্গে। দর্শকরা মূলত রিয়েল-টাইম ইমেজ এবং ভিডিও রেকর্ড করেছেন। আর সেইসব ছবি-ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে প্রচুর ভিউ আর প্রচুর শেয়ার হয়েছে। এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ নেটিজেনরা যেসব গ্রহণের অপূর্ব দৃশ্য ভাগ করে নিয়েছেন, সেটাই একবার দেখে নেওয়া যাক।
advertisement
এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা সূর্যগ্রহণের কিছু ছবি এবং ভিডিও:
advertisement
advertisement
advertisement
কিন্তু সূর্যগ্রহণ আসলে কী? যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে চন্দ্র, তখন তার ছায়া পড়ে পৃথিবীর উপরে। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের তুলনায় চন্দ্রের কক্ষপথ সামান্য কাত হওয়ার কারণে এই ধরনের প্রান্তিককরণ বিরল।
advertisement
একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশের এক অন্য রূপ দেখা যায়। মনে হয় যেন, ভোর হচ্ছে কিংবা গোধূলির সময়কাল। আবহাওয়া ভাল থাকলে গ্রহণের পথে সূর্যের সৌরমুকুটের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারেন দর্শকরা। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে ১১৫ মাইলের পূর্ণতা ধারণ করেছে।
এদিনের সূর্যগ্রহণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত ৯টা ১২ মিনিটে শুরু হয়েছে। আর পূর্ণগ্রাস শুরু হয়েছে রাত ১০টা ০৮ মিনিট নাগাদ। তা স্থায়ী হয়েছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ৯ এপ্রিল রাত ২টো ২২ মিনিট পর্যন্ত।
advertisement
আবার পেসিফিক টাইম (পিটি) অনুযায়ী, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে ৮ এপ্রিল সকাল ১১টা ০৭ মিনিট থেকে। উত্তর আমেরিকা বরাবর মেইন-এর কাছে পিটি অনুযায়ী সূর্যগ্রহণ শেষ হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Surya Grahan 2024: বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করতে পারলেন না ভারতবাসী; ভাইরাল ছবি-ভিডিও দেখেই দুধের স্বাদ মিটল ঘোলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement