'সঞ্চার সাথী থেকে আড়িপাতা সম্ভব নয়' অ্যাপ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সঞ্চার সাথী অ্যাপ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল এবারে তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
নয়াদিল্লি: সঞ্চার সাথী অ্যাপ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল এবারে তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার, লোকসভাতে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে লোকসভাতে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন এই অ্যাপ অবৈধভাবে ‘স্নুপিং’বা ‘আড়িপাতা’ -এর কাজে ব্যবহার করা যায় না। শুধুমাত্র বৈধ এবং অবৈধ ব্যবহারকারীদের চিহ্নিত করার ক্ষেত্রেই কাজে লাগে।
শীতকালীন প্রসঙ্গে, লোকসভায় এই বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, “এই অ্যাপ প্রসঙ্গে জানা গিয়েছে এই অ্যাপে স্নুপিং সম্ভব নয়। কখনও সম্ভবও নয়।”
আরও পড়ুন: টাকার দামে রেকর্ড পতন! ডলারের নিরিখে ৯০ ছুঁয়ে ফেলল টাকা, নড়েচড়ে বসছে আরবিআই
একইসঙ্গে তিনি আরও বলেন, “শুধুমাত্র অ্যাপ ফোনে থাকলেই তা চালু হবে না। এটা সম্পূর্ণ আমাদের উপর। জনসাধারণের অধিকার রয়েছে এই অ্যাপ তাঁরা ব্যবহার করবে কিনা তাঁর উপর।
advertisement
advertisement
আরও পড়ুন: ” এডস মোকাবিলায় আরও স্ক্রিনিং বৃদ্ধি করতে হবে”, বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
সিন্ধিয়ার এই বক্তব্য সামনে আসে সঞ্চার সাথী অ্যাপের ব্যবহার ঘিরে। এই অ্যাপ জনতার তথ্য চুরি করবে কিনা তা নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হয়। কারণ, সরকারের নির্দেশ অনুযায়ী গত সপ্তাহের পর থেকেই প্রতিটি ফোনেই সঞ্চার সাথী অ্যাপ থাকা বাধ্যতামূলক।
advertisement
এই প্রসঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রণদীপ সুরজেওয়ালাও এই প্রসঙ্গে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব দেন।
সরকারের এই নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যেই বহু বিরোধীরা সমালোচনা করতে শুরু করেছে। এছাড়াও এই পদক্ষেপ ব্যক্তিগত কথাবার্তার মাঝে সরকারের নজরদারি বলে মনে করছে বিরোধীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 2:59 PM IST

