মিড ডে মিলের খাবারে মিলল সাপ !
Last Updated:
এবার মিড ডে মিলে পাওয়া গেল সাপ !
#ফরিদাবাদ: মিড ডে মিলের খাবারের মান নিয়ে অনেকসময়েই অনেক প্রশ্ন উঠেছে ৷ এবার মিড ডে মিলে পাওয়া গেল সাপ ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের একটি স্কুলে।
দেশের অধিকাংশ সরকারি স্কুলে বিশেষত গ্রামের দিকের স্কুলগুলিতে মিড ডে মিলের মান খুবই খারাপ ৷ রান্নাঘর, খাবার জলের সমস্যা ইত্যাদি নানা সমস্যাই রয়েছে ৷ খুব খারাপ মানের খাবার পরিবেশন হয় বলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়েই অভিযোগ এসেছে ৷ এবার আর খাবারের মান নয়, পাওয়া গেল আস্ত একটা সাপ ৷
advertisement
ফরিদাবাদের রাজকীয় গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিড ডে মিলে পাওয়া গিয়েছে এই ছোট সাপ। বিষয়টি নজরে আসা মাত্রই মিড ডে মিলের খাবার ফেলে দেওয়া হয়। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন স্কুলের দুই কর্মী এবং ছ’জন ছাত্রী। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। স্কুলের খাবারে সাপ এল কীভাবে ? তা নিয়ে এখন তদন্ত চলছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2017 9:02 PM IST