‘আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন মোদি’, ৪০ জন বিধায়কের ‘দলবদল’ প্রসঙ্গে আক্রমণ ইয়েচুরির

Last Updated:
#নয়াদিল্লি: ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে ৷ সেদিনই বাংলায় ফুটবে পদ্মফুল ৷ এমনকী, ওই একই দিনে বাংলায় তৃণমূলে ভাঙন ধরবে ৷ ৪০ জন বিধায়ক নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ ২৩ মে-ই তাঁরা দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ সোমবার ভাটপাড়ার সভা থেকেও মমতাকে নিশানা করে ঠিক এই ভাষাতেই সুর চড়ান মোদি ৷
সেই প্রসঙ্গেই নরেন্দ্র মোদিকে মঙ্গলবার একহাত নিলেন সীতারাম ইয়েচুরি ৷ নির্বাচনের আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তুলে মোদি বলেন, ‘নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মোদি ৷ ৪০ বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ ভোট চলাকালীন এই দাবি করা যায় না ৷ তবে এটা তৃণমূল-বিজেপির ব্যাপার ৷ মোদি-মমতার যুগলবন্দি হয়েছে  ৷ দু’জনে একই মুদ্রার এপিঠ-ওপিঠ ৷’
advertisement
তৃণমূলের গড়ে এসে নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি, আপনার পায়ের তলার জমি সরে গেছে। ২৩ তারিখ যখন চারিদিকে কমল ফুটবে তখন দিদি আপনার বিধায়করাও আপনাকে ছেড়ে চলে যাবেন। এখনই আপনার চল্লিশ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন’৷ খোদ মোদির বক্তব্যে প্রবল উত্তেজনা ছড়িয়েছে জোড়াফুলের অন্দরে ৷ দলীয় নেতৃত্বের দাবি, ভোটের মরসুমে দলের ঐক্য ভাঙতেই এমন জল্পনা ছড়াচ্ছেন মোদি ৷ অন্যদিকে, এমন বক্তব্যের বিরোধীতা করতে পাল্টা ‘সাংসদ কেনা-বেচার’ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন মোদি’, ৪০ জন বিধায়কের ‘দলবদল’ প্রসঙ্গে আক্রমণ ইয়েচুরির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement