Sisir Adhikari: সাংসদ পদ খারিজের দাবি তৃণমূলের, শিশিরকে দিল্লিতে ডেকে পাঠালো সংসদের প্রিভিলেজ কমিটি

Last Updated:

শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

শিশিরকে দিল্লিতে তলব৷
শিশিরকে দিল্লিতে তলব৷
#দিল্লি: তৃণমূল কংগ্রেসের অভিযোগের জেরে এবার লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দিতে হবে শিশির অধিকারীকে৷ আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে বারোটায় দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কাঁথির প্রবীন সাংসদকে৷ ইতিমধ্যেই এই মর্মে শিশিরকে সমন পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি৷
শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পরই শিশিরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে৷ শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন, এমন অভিযোগ তোলে তৃণমূল৷ কারণ বিধানসভা নির্বাচনের আগে শিশির অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও দেখা গিয়েছিল শিশিরকে৷ শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন, এই দাবি করে তাঁর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল৷
advertisement
advertisement
বিষয়টি নিয়ে তার পর থেকেই তদ্বির করছিল তৃণমূল নেতৃত্ব৷ শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ নিজেদের দাবির পক্ষে বেশ কিছু তথ্য প্রমাণও জমা দেওয়া হয় তৃণমূলের তরফে৷ যদিও আগাগোড়া দল বদলের অভিযোগ অস্বীকার করে এসেছেন শিশির৷ লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেও সেকথা জানিয়েছেন তিনি৷ উল্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগে ভুল ছিল বলেও অভিযোগ করেন তিনি৷ এর পাল্টা ফের সুদীপবাবুকে ডেকে পাঠান লোকসভার অধ্যক্ষ ৷
advertisement
শিশিরের সাংসদ পদ বাতিল করার বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত ভাবে দেরি করা হচ্ছে৷ গত ২০ সেপ্টেম্বর ফের একবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তার পরেই ফের শিশির অধিকারীকে তলব করল প্রিভিলেজ কমিটি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sisir Adhikari: সাংসদ পদ খারিজের দাবি তৃণমূলের, শিশিরকে দিল্লিতে ডেকে পাঠালো সংসদের প্রিভিলেজ কমিটি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement