Sisir Adhikari: সাংসদ পদ খারিজের দাবি তৃণমূলের, শিশিরকে দিল্লিতে ডেকে পাঠালো সংসদের প্রিভিলেজ কমিটি

Last Updated:

শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

শিশিরকে দিল্লিতে তলব৷
শিশিরকে দিল্লিতে তলব৷
#দিল্লি: তৃণমূল কংগ্রেসের অভিযোগের জেরে এবার লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দিতে হবে শিশির অধিকারীকে৷ আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে বারোটায় দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কাঁথির প্রবীন সাংসদকে৷ ইতিমধ্যেই এই মর্মে শিশিরকে সমন পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি৷
শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পরই শিশিরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে৷ শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন, এমন অভিযোগ তোলে তৃণমূল৷ কারণ বিধানসভা নির্বাচনের আগে শিশির অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও দেখা গিয়েছিল শিশিরকে৷ শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন, এই দাবি করে তাঁর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল৷
advertisement
advertisement
বিষয়টি নিয়ে তার পর থেকেই তদ্বির করছিল তৃণমূল নেতৃত্ব৷ শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ নিজেদের দাবির পক্ষে বেশ কিছু তথ্য প্রমাণও জমা দেওয়া হয় তৃণমূলের তরফে৷ যদিও আগাগোড়া দল বদলের অভিযোগ অস্বীকার করে এসেছেন শিশির৷ লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখেও সেকথা জানিয়েছেন তিনি৷ উল্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগে ভুল ছিল বলেও অভিযোগ করেন তিনি৷ এর পাল্টা ফের সুদীপবাবুকে ডেকে পাঠান লোকসভার অধ্যক্ষ ৷
advertisement
শিশিরের সাংসদ পদ বাতিল করার বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত ভাবে দেরি করা হচ্ছে৷ গত ২০ সেপ্টেম্বর ফের একবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তার পরেই ফের শিশির অধিকারীকে তলব করল প্রিভিলেজ কমিটি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sisir Adhikari: সাংসদ পদ খারিজের দাবি তৃণমূলের, শিশিরকে দিল্লিতে ডেকে পাঠালো সংসদের প্রিভিলেজ কমিটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement