Silchar-Agartala Vistadome Coach: শিলচর থেকে আগরতলা এবার সফর করুন ভিস্তাডোমে চেপে

Last Updated:

পর্যটকদের চাহিদায় এই রুটে দেওয়া হল ভিস্তাডোম কোচ। 

শিলচর থেকে আগরতলা এবার সফর করুন ভিস্তাডোমে চেপে
শিলচর থেকে আগরতলা এবার সফর করুন ভিস্তাডোমে চেপে
আবীর ঘোষাল, কলকাতা: অপার সৌন্দর্য্য। বন্যপ্রাণীদের দেখার সুযোগ। এ ছাড়া পাহাড়ের মাঝে ছুটে যাওয়া রেল লাইন ধরে এগোলেই প্রতি বাঁকে দেখা মিলবে একাধিক প্রাকৃতিক সৌন্দর্য্য। এই অংশে তাই ভিস্তাডোম চালানোর পরিকল্পনা গ্রহণ করল রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, আগরতলা ও শিলচরের মধ্যে ভিস্তাডোম কোচের সামার স্পেশ্যাল ট্রেন চলবে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগরতলা ও শিলচরের মধ্যে একটি ভিস্তাডোম কোচ-সহ সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি ২৯ জুন থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি ও শনিবার উভয় দিক থেকে ২৫টি করে ট্রিপের জন্য চলাচল করবে।
advertisement
advertisement
সেই অনুযায়ী, ০৫৬৯৫ নং. (আগরতলা-শিলচর) স্পেশ্যাল ট্রেনটি আগরতলা থেকে সকাল ৬টায় রওনা দিয়ে শিলচরে পৌঁছবে ১১.৩০ মিনিটে। ফেরত যাত্রার সময় ০৫৬৯৬ নং. (শিলচর-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটি শিলচর থেকে বিকেল ৪টে ৩৫ মিনিটে রওনা দিয়ে আগরতলা পৌঁছবে রাত ১০টা ৫-এ। এই স্পেশ্যাল ট্রেনটি উভয় পথে যাত্রা করার সময় আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল স্টেশনে স্টপেজ দিবে। ট্রেনটিতে যাত্রীদের জন্য একটি এসি চেয়ার কার, চারটি জেনারেল চেয়ার কার, একটি ভিস্তাডোম কোচ থাকবে।
advertisement
এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে উত্তর-পূর্ব সীমান্ত রেল, তাদের বেশ কয়েকটি রুটে নিয়মিতভাবে এই ভিস্তাডোম কোচ চালায় ৷ আর সেই কোচে যাত্রীর চাপ থাকে বেশি ৷ এবার আগরতলা থেকে শিলচর পর্যন্ত এই অংশে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল আধিকারিকদের বক্তব্য, এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু যাত্রী যাতায়াত করেন। বহু পর্যটক যাতায়াত করেন বছরের একটা বড় সময় ধরে ৷ ট্রেনে বসেই প্রাকৃতিক সৌন্দর্য্য দেখার সুযোগ মেলে। এবার ভিস্তাডোম কোচ দেওয়ার ফলে আরও পর্যটক যেতে চাইবেন। অনেকেই আবার দ্রুত যাতায়াতের জন্য এই অংশে ব্যবহার করেন বিমান- ৷ তবে সকলের পক্ষে তা নেওয়া সম্ভব নয়। তাই ভিস্তাডোম চমক নিয়ে হাজির হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Silchar-Agartala Vistadome Coach: শিলচর থেকে আগরতলা এবার সফর করুন ভিস্তাডোমে চেপে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement